Tuesday, January 23, 2018

আপনি কি মেয়েদের স্তন সম্পর্কে এই অজানা তথ্যগুলো জানেন? না জানা থাকলে জেনে নিন Do you know these unknown information about women's breasts? Do not know if you do not know

A normal physiological process that is accompanied by a breast hanging with age. Due to the decrease in the elasticity of gravity and breast skin, muscles, stomata and the skin that holds your breasts gradually become weak due to the breasts becoming loose and losing their youthful form. Even - due to genetic reasons, the breast may linger in the early stages of lactation.

Feature
There may be many reasons for the thinning of the breast in 22-23 years. The increase in BMI (body mass index), excessive size of the breast and smoking (direct / indirect) is one of the reasons for women's hip almost any time.

In addition, the skins that play in sports (such as badminton, racing, high lump etc.) play a significant role in women being lax.



Conditions develop
For any reason the lip flexing involves the relapse of the stomach and the elasticity of the skin around the nipple. BMI (body mass index) increases and large breast breeding is acknowledged.

Breast pressure is seen in the lower part of the nipple muscles and weakness of the nipple skin. Breast-over-down vibrations can gradually weaken during the play of the nipple, which can subsequently lose the ability to give a perfect level of support to the breasts.

Mistake
There is a general misconception among women that breastfeeding in the young age of the child due to breastfeeding is given to the child. This idea still exists in some Asian countries. However, these misconceptions are seen in the Middle East women.

According to the American Society of Plastics Surgeons, there is no relation to changing the size or structure of breast with breast donation. Even the women who breastfeed more than one child do not even have the direct or indirect effect of breast feeding in the form of nipples.

Nipple care
To prevent breastfeeding at an early age, wear the right size bra which is capable of retaining your breasts. Good quality bra grows the weight of the breast equally on your shoulders, and the backbone, which helps to enlarge the breast hanging.

With the use of sports bra in the course of any type of light (swimming, bicycling, etc.) and heavy (running, dance) exercises, the role of keeping the breasts low due to the vibration of the breast.

By taking proper and nutritious food, keeping body weight under control and avoiding smoking can prevent you from getting too old nipple.

Treatment
Cosmetic surgery is the only way to expose breast, abdominal wear and proper breast, as well as some of the exercises. Breast-liping and breast enhancement surgery can make some improvements on certain lumps.

However, the surgery does not mean that the breasted breast will never be spilled / loose. Gravity can affect the muscles of the breast as well as earlier - so the results of the surgery are temporary and normal.

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ঝুলে যাওয়া একটি সাধারন শারীরবৃত্তিয় প্রক্রিয়া। মধ্যাকর্ষন এবং স্তন চামড়ার স্থিতিস্থাপকাতা হ্রাস পাওয়ার ফলে পেশীকলা, অস্থিবন্ধনী এবং যে চামড়া আপনার স্তনকে ধরে রাখে তা ক্রমশঃ দুর্বল হয়ে যাওয়ার ফল স্বরূপ স্তন ঢিলে হয়ে যায় এবং তার যৌবন রূপ হারাতে থাকে। এমনকি – জীনতত্বীয় কারনে অল্প বয়সে স্তন ঢিলে হয়ে যাওয়া তথা ঝুলে যেতে পারে।

বৈশিষ্টঃ
২২/২৩ বছরে স্তন ঝুলে যাবার নানাবিধ কারন থাকতে পারে। বিএমআই (body mass index) বৃদ্ধি, স্তনের অতিরিক্ত আকার এবং ধুমপান (প্রত্যক্ষ/পরোক্ষ) প্রায় যেকোন বয়সেই মহিলার স্তন ঝুলে যাওয়ার অন্যতম কারন।

তাছাড়া যেসকল খেলাধুলায় স্তন সজোরে লাফালাফি করে (যেমন ব্যাডমিন্টন, দৌড়, উচ্চ লম্প ইত্যাদি) তা নারী স্তন ঢিলে হয়ে যাওয়ায় ব্যাপক ভুমিকা রাখ৷



অবস্থার ক্রমবিকাশঃ
যেকোন কারনে স্তন ঝুলে যাবার সঙ্গে অস্থিবন্ধনী এবং স্তনের চার পাশের চামড়ার স্থিতিস্থাপকতার বিষয়টি জড়িত। বিএমআই (body mass index) বৃদ্ধি এবং বড় আকারের স্তন মধ্যকর্ষনের স্বীকার হয় বেশি।

স্তনের পেশীকলা নিচের দিকে টানা এবং স্তনের চামড়ার টান টান ভাব শীথিল/দুর্বল হয়ে যাওয়া ফলে স্তনে ঢিলা ভাব পরিলক্ষিত হয়। খেলাধুলার সময় ক্রমান্বয়ে স্তনের উপর-নিচ কম্পনের ফলেও স্তনের পেশী দুর্বল হয়ে যেতে পারে – যা পরবর্তীতে স্তনকে সঠিক মাত্রায় সার্পোট দেয়ায় সামর্থ্য হারায়।

ভুলধারনাঃ
মহিলাদের মধ্যে একটি সাধারন ভুল ধারনা আছে যে সন্তানকে স্তনদুধ দেওয়ার কারণে অল্পবয়সে স্তন ঝুলে যায়। এই ধারণা এশিয়ার কিছু দেশে এখনও বিদ্যমান। তবে এই ভুল ধারনা মধ্যপ্রাচ্যের নারীদের বেলায় প্রকট।

আমেরিকান সোসাইটি অব প্লাষ্টিক সার্জন এর বর্ণনা মতে স্তন দানের সাথে স্তনের আকার অথবা গঠন পরিবর্তনের কোন সম্পর্ক নেই। এমনকি যেসকল নারী একের অধিক সন্তানকে স্তন পান করান তাদেরও স্তনদানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব স্তনের আকারে পড়েনা।

স্তনের যত্নঃ
অল্প বয়সে স্তনের ঝুলে যাওয়া থেকে রক্ষা পেতে সঠিক সাইজের ব্রা পরুন যা আপনার স্তনকে পুর্নমাত্রায় ধারন করতে সমর্থ। ভাল মানের ব্রা স্তনের ওজনকে আপনার কাধ, এবং মেরুদন্ডের উপর সমানভাবে বিস্তৃত করে দেয় যা স্তনের ঝুলে যাওয়াকে বিলম্ভিত করতে সহায়তা করে।

যেকোন প্রকার হালকা (সাঁতার, সাইকেল চালানো ইত্যাদি) এবং ভারী (দৌড়-ঝাপ, নৃত্য) ব্যায়াম করার সময় অবশ্যই স্পোর্টস ব্রা ব্যবহার করার ফলে গতির সাথে স্তনের কম্পন কমিয়ে স্তন সুঢৌল রাখতে ভুমিকা রাখবে।

সঠিক এবং পুষ্টিকর খাদ্য গ্রহনের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রনে রেখে এবং ধুমপান হতে বিরত থেকে অল্প বয়েসে স্তনের ঢিলা হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

চিকিৎসাঃ
কিছু ব্যায়াম, সঠিক আকারের ব্রা/অন্তঃবাস পরিধানের পাশাপাশি ঝুলে যাওয়া স্তন সুঢৌল করার একমাত্র উপায় হলো কসমেটিক সার্জারী। ব্রেষ্ট লিপ্টিং এবং স্তন বর্ধন সার্জারী নির্দিষ্ট মাত্রায় ঝুলে যাওয়া স্তনে কিছুটা উন্নতি আনতে পারে।

তবে সার্জারীর মানে এই নয় যে, সার্জারীকৃত স্তন আর কখনো ঝল/ঢিলে হবেনা। মধ্যাকর্ষন স্তনের পেশীকলায় পুর্বের ন্যায় প্রভাব ফেলতে পারে – তাই সার্জারীর এই ফলাফল ক্ষনস্থায়ী এবং স্বাভাবিক।

No comments:

Post a Comment