Monday, December 4, 2017

Why is the sudden white discharge of young girls? যুবতী মেয়েদের হঠাৎ সাদা স্রাব কেন হয়?


White discharge or white discharge often causes problems. If you do not take treatment on time, the consequences can be horrific. Infertility can also come out. We're discussing this issue at a time.
At first, the white discharge is not bad. There may be a symptom from any part of the body to read the nose with the nose. There is also a different syringe of cervix or cervix. Just like the water. There is no stench. Usually during liquidation this liquid can be discharged during two periods. It's normal There is a problem in body massage.
But if there is no other kind of bleeding discharge than the water, then you will have to think about treatment. Because there is such a discharge for infections in the genital area. Pelvic Inflammatory Disease or PID
How are these infections: It is from sexual intercourse. During the association of the body, the husband may be infected from the husband or wife of the husband. Infection can occur after any operation of any such operation of gynecology like any other operation. Even if there is an abortion, or after delivery, there is a possibility of infection.
How could you understand this problem:
1. Smelly white, yellow, brown or green color discharge.
2. If itching
3. If the abdominal pain is impossible.
4. If there is a private pain during physical association.
5. If bleeding occurs during intercourse between the two periods.
6. If there is a good feeling of feeling in the body all around.
7. Fever may also come.
Some domestic solutions to reduce
1. Amalki- Mix 3 grams of Amloki powder with six grams of honey and mix it with paste. Or mix half a teaspoon of honey with 20 grams of mango juice. Playing this mixture twice a day can be beneficial.
2. Banana - A morning meal in the morning milk mixed with a splendid honey. A banana with You can also benefit from cooking coconut or any cinnamon cooking. Make two tablespoons of honey mixed with three table spoons. This mixture will be played two to three times a day, but will be reduced to White Discharge.
3. Bedana - Eat Khan or chiba khina, Vedana is very beneficial. Not just fruit. Vedana leaves are also beneficial. Mix 30 grams of black pepper mixed with water and mix it with water. Snatch You will get the benefit of drinking this water for three weeks in the morning.
4. Dry ginger powder - two teaspoons of dried ginger powder in 250 ml water. As long as the water becomes dense and becomes half. Get three weeks to enjoy ginger drinking water.
5. Tulsi-honey and tulsi leaves mixed with juice one to two and a half days in the morning and afternoon. Have a tea spoon mixed with tulsi leaf juice, cumin powder, milk milk for three weeks. Tummy leaf juice with candy can also benefit.
6. Fatiki - Like antiseptic fatty acids like Tulsi. Twenty-two cups of spinach mixed with water can reduce the vaginal discharge by playing twice a day.
7. Rubbish - Boil 200 grams of lumps in one liter of water. Water will be thicker than half. Eat this water two to three times a day for a week.
8. Fan-rice fan plays a regular role in the White Discharge. Fan rice can eat every day. But this leads to weight gain.
9. Methi- Leave a spoonful of fenugreek and keep it all night in the water. Drink half a teaspoon of honey in the morning.
10. Guava: Take a few guacamata leaves in a liter of water and half the water. Snatch This water plays twice a day, not just white discharge, many infections will be reduced.

হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব মাঝে মাঝেই সমস্যায় ফেলে দেয়। সময়মতো চিকিৎসা না করালে যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। চলে আসতে পারে বন্ধ্যাত্বও। এই সমস্যা নিয়ে এ বার আলোচনা করছি।
প্রথমেই বলি সাদা স্রাব মানেই খারাপ নয়। নাক দিয়ে সর্দি পড়ার মতো শরীরের যে কোনও অংশ থেকে সিক্রেশন হতে পারে। তেমনই জরায়ুমুখ বা সার্ভিক্স থেকেও এক রকম সিক্রেশন হয়। একদম জলের মতো। কোনও দুর্গন্ধ থাকে না। সাধারণত দুটো পিরিয়ডের মাঝে ওভ্যুলেশনের সময় এই রকম তরল ডিসচার্জ হতে পারে। এটি স্বাভাবিক ব্যাপার। এতে শরীরি মেলামেশায় অসুবিধা হয়।
কিন্তু জলের মতো না হয়ে অন্য কোনও রঙের স্রাব বেরোলে চিকিৎসার কথা ভাবতে হবে। কারণ জননঅঙ্গের ইনফেকশনের জন্য এরকম স্রাব বেরোয়। একে বলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিস বা পিআইডি।
কী ভাবে হয় এই ইনফেকশন : যৌন মেশামেশি থেকে হয়। শরীরী মেলামেশার সময় স্বামীর থেকে স্ত্রীর বা স্ত্রীর থেকে স্বামীর ইনফেকশন হতে পারে। অন্য যে কোনও অপারেশনের মতো স্ত্রীরোগের যে কোনও অপারেশনের পর ইনফেকশন হতে পারে। এমনকি গর্ভপাত করালেও বা প্রসবের পরও ইনফেকশনের সম্ভাবনা থাকে।
কী ভাবে বুঝবেন এই সমস্যা হয়েছে :
১. দুর্গন্ধযুক্ত সাদা, হলুদ, খয়েরি বা সবুজ রঙের স্রাব বেরলে।
২. চুলকানি হলে।
৩. তলপেটে অসম্ভব ব্যথা হলে।
৪. শারীরিক মেলামেশার সময়ে গোপনাঙ্গে ব্যথা হলে।
৫. দুই পিরিয়ডের মাঝখানে ইন্টারকোর্সের সময়ে রক্তপাত হলে।
৬. শরীরে সব মিলিয়ে একটা ভাল না-লাগার অনুভূতি হলে।
৭. জ্বরও আসতে পারে।
কমানোর কিছু ঘরোয়া সমাধানঃ
১। আমলকী- তিন গ্রাম আমলকী গুঁড়োর সঙ্গে ছয় গ্রাম মধু এক সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। অথবা ২০ গ্রাম আমলকী রসের সঙ্গে আধ চা চামচ মধু মিশিয়ে নিন। টানা এক মাস দিনে দু’বার করে এই মিশ্রণ খেলে উপকার পাবেন।
২। কলা- রোজ সকালে এক কাপের দুধের মধ্যে এক চমচ মধু মিশিয়ে খান। সঙ্গে একটা কলা। কাঁচকলা সেদ্ধ বা যে কোনও রান্নায় কাঁচকলা দিয়ে খেলেও উপকার পাবেন। দুটো পাকা কলার সঙ্গে তিন টেবিল চামচ মধুর মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণ দিনে দুই থেকে তিন বার খেলেও কমবে হোয়াইট ডিসচার্জ।
৩। বেদানা- রস করেই খান বা চিবিয়ে খান, বেদানা দারুণ উপকারী। শুধু ফল নয়। বেদানা পাতাও উপকারী। ৩০টা বেদানা পাতার সঙ্গে গোটা গোলমরিচ মিশিয়ে জলে মেশান। ছেঁকে নিন। টানা তিন সপ্তাহ সকালে এই জল খেলে উপকার পাবেন।
৪। শুকনো আদা গুঁড়ো- দুই চা চামচ শুকনো আদা গুঁড়ো ২৫০ মিলি জলে ফুটিয়ে নিন। যত ক্ষণ না জল ঘন হয়ে অর্ধেক হয়ে যায়। টানা তিন সপ্তাহ আদা জল খেলে উপকার পাবেন।
৫। তুলসি- মধু ও তুলসি পাতার রস এক সঙ্গে মিশিয়ে রোজ সকাল-বিকেল টানা দু’সপ্তাহ খান। এক চা চামচ তুলসি পাতার রস, জিরে গুঁড়ো, দুধের দুধে মিশিয়ে তিন সপ্তাহ ধরে খান। মিছরির সঙ্গে তুলসি পাতার রস খেলেও উপকার পাবেন।
৬। ফটকিরি- তুলসির মতোই ভাল অ্যান্টিসেপটিক ফটকিরি। সিকি চামচ ফটকিরি গুঁড়ো জলে মিশিয়ে দিনে দু’বার খেলে ভ্যাজাইনাল ডিসচার্জ কমে যাবে।
৭। ঢেঁড়স- এক লিটার জলের মধ্যে ২০০ গ্রাম ঢেঁড়স সেদ্ধ করুন। জল ঘন হয়ে অর্ধেক হয়ে আসবে। টানা এক সপ্তাহ দিনে দুই থেকে তিন বার এই জল খান।
৮। ভাতের ফ্যান- ভাতের ফ্যান নিয়মিত খেলেও কমে যায় হোয়াইট ডিসচার্জ। ফ্যান ভাত খেতে পারেন রোজ। তবে এতে কিন্তু ওজন বাড়ে।
৯। মেথি- এক চামচ মেথি জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে জল ছেঁকে এর মধ্যে আধ চামচ মধু মিশিয়ে খেয়ে নিন।
১০। পেয়ারা- এক লিটার জলে কয়েকটা পেয়ারা পাতা ফুটিয়ে জল অর্ধেক করে নিন। ছেঁকে নিন। এই জল দিনে দু’বার খেলে শুধু হোয়াইট ডিসচার্জ নয়, অনেক ইনফেকশনও কমে যাবে।

No comments:

Post a Comment