Wednesday, December 13, 2017

বাম চোখ কাঁপলে কি হয় What is left crying?

Many of us have seen eye shaking tremors. Many times the left eye lifts the lid and sometimes the right eyelids are also bouncing. This caused us to worry. Many people think that the left eye is trembling and there is no misfortune to come! Some believe that the right eye is trembling and it is understood that there is no good news.

In this way we have come up with many thoughts in our mind. Especially in the days of old people are very much convinced about these things. So let's not know the reason for jumping the eyelids-

Basically a jump in the eyes is a disease. In medicine it is called 'Myokimia'. The eyelid jumps due to muscle contraction. There is nothing to worry about suddenly jumping the eyelids. But if it is excessive and must be consulted physician then.

Why the eyelashes leap?

Stress: The body shows its reaction in different ways when under intense stress. Jumps on the eyelashes can be expressed as a sign of stress.

Fatigue: Eyeballs may start jumping from fatigue due to lack of regular sleep or any other reason. Due to the lack of sleep, if the eyelid lifts in a normal sleep, it will be reduced to sleep.

Vision Problems: If there is any visible problem, eye pressure can occur. TV, computer, and mobile phone screen lighting can also affect your eyesight. And these problems can cause eyeball jump symptoms.
Eye dryness: If you look at the computer screen in a glance, eyes may dry due to contact lenses not fit properly or due to age. For this reason the eyelashes can jump.

Nutritional imbalance: Nutrient imbalance is a reason for jumping the eyelids. This may be due to lack of magnesium in particular.

Allergy: Those who have allergy to eyes, they scratch their eyes or rub them with hands. There is a slight histamine with water in the eye. Histamine is believed to be responsible for jumping the eyes.

Caffeine and Alcohol: Some experts believe that caffeine and alcohol can jump over the eyes.

You have surely been surprised to read the reasons for jumping the eyelids, thinking that it is so! If that happens then? So, from now on, the good news jumps and the left eye jumps, something terrible can happen, do not let these thoughts sit on the head. Go to the doctor without delaying excessive eyelashes. And if suddenly suddenly the eyes jump, then they will be able to recover. Just wait.

There is also no basis for these things in different religions. Rather, they have been termed as superstition. In Islam, these superstition beliefs have been strictly prohibited. So let us all be aware of these superstitions and warn others.


আমাদের অনেক সময় চোখের পাতা কাঁপতে দেখা যায়। অনেক সময় বাম চোখের পাতা লাফাতে থাকে আবার কখনো ডান চোখের পাতাও লাফাচ্ছে বলে অনুভূত হয়। এতে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। অনেকেই ধারণা করেন, বাম চোখের পাতা কাঁপছে এই বুঝি কোনো অমঙ্গল এসে হাজির! আবার কেউবা মনে করেন ডান চোখ কাঁপছে এই বুঝি আসছে কোনো সুখবর।

এভাবেই আমাদের মনে বিভিন্ন চিন্তা লালন করে আসছি। বিশেষ করে আগেরকার দিনের লোকেরা এসব বিষয়ের উপর খুব বেশি বিশ্বাসী হয়ে থাকে। তাই আসুন জেনে নেই চোখের পাতা লাফানোর কারণ-

মূলত চোখের পাতা লাফানো একধরনের অসুখ। ডাক্তারী ভাষায় একে বলে ‘মায়োকিমিয়া’ (Myokymia)। পেশীর সংকোচনের কারণেই চোখের পাতা লাফায়। দুই-একবার হঠাৎ চোখের পাতা লাফালে চিন্তার কিছু নেই। কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয় এবং তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

চোখের পাতা লাফায় কেন?

মানসিক চাপ: কঠিন মানসিক চাপের ভেতর দিয়ে গেলে শরীর বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখায়। চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে।

ক্লান্তি: পরিমিত ঘুমের অভাব বা অন্য কোন কারণে ক্লান্তি থেকেও চোখের পাতা লাফানো শুরু হতে পারে। ঘুমের অভাবে চোখের পাতা লাফালে পরিমিত ঘুম হলেই সেরে যাবে।

দৃষ্টি সমস্যা: দৃষ্টিগত কোন সমস্যা থাকলে চোখের উপর চাপ পড়তে পারে। টিভি, কম্পিউটার, মোবাইল ফোনের স্ক্রিনের আলোও চোখের দৃষ্টিতে প্রভাব ফেলতে পারে। আর এই সব সমস্যা থেকে চোখের পাতা লাফানোর উপসর্গ দেখা দিতে পারে।
চোখের শুষ্কতা: কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে, চোখে কন্ট্যাক্ট ল্যান্স ঠিকমতো না বসলে কিংবা বয়সজনিত কারণে চোখ শুকিয়ে যেতে পারে। আর এ কারণে চোখের পাতা লাফাতে পারে।

পুষ্টির ভারসাম্যহীনতা: পুষ্টির ভারসাম্যহীনতা চোখের পাতা লাফানোর একটি কারণ। বিশেষ করে ম্যাগনেসিয়ামের অভাবে এমনটি হতে পারে।

এলার্জি: যাদের চোখে এলার্জি আছে, তারা চোখ চুলকায় বা হাত দিয়ে ঘষে। এতে চোখ থেকে পানির সঙ্গে কিছুটা হিস্টামিনও নির্গত হয়। হিস্টামিন চোখের পাতা লাফানোর জন্য দায়ী বলে মনে করা হয়।

ক্যাফিন এবং অ্যালকোহল: কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, ক্যাফিন এবং অ্যালকোহল অতিরিক্ত সেবনে চোখের পাতা লাফাতে পারে।

এতোক্ষণ চোখের পাতা লাফানোর কারণগুলো পড়তে গিয়ে আপনি নিশ্চয়ই চমকে উঠেছেন এই ভেবে যে, আরে তাই তো! ঘটনা তাহলে এরকম? তাই এখন থেকে ডান চোখ লাফালে সুসংবাদ আসে আর বাম চোখ লাফালে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এসব চিন্তা মাথায় গেড়ে বসতে দেবেন না। মাত্রাতিরিক্ত চোখের পাতা লাফালে দেরি না করে চিকিৎসকের কাছে যান। আর যদি হঠাৎ হঠাৎ চোখ লাফায় তাহলে এমনিতেই সেরে যাবে। শুধু অপেক্ষা করুন।

এছাড়াও বিভিন্ন ধর্মেও এসব বিষয়ের কোনো ভিত্তি নেই। বরং এগুলো কুসংস্কার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইসলাম ধর্মে এ সমস্ত কুসংস্কার বিশ্বাসের বিষয়ে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে। তাই আসুন, এ সমস্ত কুসংস্কার আমরা নিজে সতর্ক হই এবং অপরকে সতর্ক করি।

No comments:

Post a Comment