Monday, December 4, 2017

Vidya Balan does not like the mood of the body শরীর নিয়ে বিদ্রুপ একদম পছন্দ নয় বিদ্যা বালানের


Twenty-two films have done more than forty crores of business in the box office in just two weeks. Under the dog, 'Tumheri Sulu' has been released. After a long time Vidya Balan watched the hit face.

Critics praise him five times. There is also a lot of angry actress in one of the issues. He is repeatedly listening to his own weight. This is absolutely not the case.

He is a little obdurate compared to the so-called heroine of the heroine. After marriage, the weight has increased a lot. This is not the least worried actress. There is no objection even if someone calls him fat. But why is he fat? This is not the question of choice actress. He played more important than his body. He does not care about the character on the screen. As an actress, I want my identity. Want to do the common man's character like 'Sulu' And there is no need for zero figure for such a character. Some people are also worried about their weight. The heroine can not understand why this is so.

The heroine must be zero figure. Vidya wants to change this thought. He wants people to remember only his acting. The rest of the questions are inconclusive. After marriage, there is a change in his life. But marriage or childbirth means that the life of the actress will not stop. Vidya wants to act as long as she wants. But they want to keep their own family away from the light of publicity. Vidya told an interview with a media that at first she used to answer all questions about her husband. But gradually, the husband and wife do not have to speak publicly. They are like five common couples and they are like five couples. So it is good to keep this relationship simple.

কুড়ি কোটির সিনেমা মাত্র দুই সপ্তাহেই বক্স অফিসে চল্লিশ কোটির টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। আন্ডার ডগ হয়েই বাজিমাত করেছে ‘তুমহারি সুলু’। বহুদিন পর হিটের মুখ দেখেছেন বিদ্যা বালান।

সমালোচকরাও তাঁর প্রশংসা পঞ্চমুখ। এত কিছুর মধ্যেও একটি বিষয় নিয়ে বেশ ক্ষুব্ধ অভিনেত্রী। বারবার তাঁকে শুনতে হচ্ছে নিজের ওজন নিয়ে। এই বিষয়টি একদমই পছন্দ নয় বিদ্যার।

নায়িকার তথাকথিত শরীরের তুলনায় একটু স্থূলকায় তিনি। বিয়ের পর ওজন অনেকটাই বেড়ে গিয়েছে। এতে অবশ্য মোটেও চিন্তিত নন অভিনেত্রী। কেউ তাঁকে মোটা বললেও আপত্তি নেই। কিন্তু কেন তিনি মোটা হচ্ছেন? এই প্রশ্ন একদম পছন্দ নয় অভিনেত্রীর। তাঁর কাছে শরীরের থেকেও বেশি গুরুত্বপূর্ণ অভিনয়। পর্দায় চরিত্র ফুটিয়ে তুলতে কোনও কার্পণ্য করেন না তিনি। অভিনেত্রী হিসেবেই নিজের পরিচিতি চান। করতে চান ‘সুলু’র মতো সাধারণ মানুষের চরিত্র। আর এমন চরিত্রের জন্য জিরো ফিগারের কোনও প্রয়োজন নেই। তাও কিছু মানুষ তাঁর ওজন নিয়ে চিন্তিত। কেন এমনটা হয়, তা কিছুতেই বুঝে উঠতে পারেন না নায়িকা।

নায়িকাকে জিরো ফিগার হতেই হবে। এই চিন্তাধারার পরিবর্তন চান বিদ্যা। তিনি চান মানুষ কেবল তাঁর অভিনয়ের কথা মনে রাখুক। বাকি প্রশ্ন অবান্তর। বিয়ের পর তাঁর জীবনে পরিবর্তন এসেছে, একথা অবশ্যই মানেন নায়িকা। তবে বিয়ে কিংবা সন্তানের জন্ম হওয়া মানেই অভিনেত্রীর জীবন থেমে যাবে তা নয়। যতদিন চাইবেন ততদিন অভিনয় করতে চান বিদ্যা। তবে নিজের সংসারকে প্রচারের আলো থেকে দূরে রাখতে চান। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিদ্যা জানান, প্রথম প্রথম তিনি স্বামীকে নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতেন। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন স্বামী-স্ত্রীর সমস্ত কথা প্রকাশ্যে বলার জন্য হয় না। তাঁরাও আর পাঁচটা সাধারণ দম্পতির মতো। তাই এই সম্পর্ককে সাধারণ রাখাই ভাল।

No comments:

Post a Comment