Sunday, December 24, 2017

হঠাৎ শারীরিক মিলন বন্ধ করলে মেয়েদের যা হয় Suddenly, physical intercourse is what happens to girls

Sexual intercourse, divorce, breakup or employment in another city, due to various reasons, sex can be lost from women's life.

This is a result of a lot of loss of womanhood. Mental health and peace go away. Many problems arise. But in some cases it is good. Find out what changes are due to the closure of sex in good and bad

* Takes a lot more attention than ever before: We all know, sex helps to meet frustration, loss. But for an unknown reason, if sex chapters stop in the life of a woman, mental problems can be created. In words, mind is bad, something does not feel good, due to the absence of excess anger may start to grow. The woman can start to abuse people. According to the Scottish researchers' examination, it is also difficult to talk to women who have stopped sex or to talk to people. Because of this, the silicity of the good chemical endorphins and oxytocin emitted from the brain when it is being sexually closed.

* The possibility of urinary tract infections decreases: infection can occur in urinary tract within 24 hours. The urinary tract can start in urine. But the possibility of urinary tract infections decreases considerably when sex is stopped.

Cold resistance to cough reduces: In the body of the disease-bacteria penetrates the body becomes difficult. That is, the disease of the body develops in the body. Like Wilcois-Barre University researchers in Pennsylvania, immunoglobin can increase the amount of hormones by 30% if you have sex at least twice a week (in short, the osmosis of the hormones increases the immune system). As a result, the tendency of flux, coughing, fever decreases. But after the sudden shutdown of sex, the woman becomes uncomfortable. Flux, cough problem begins.

* Reflecting heart rate near the hormone: Different examinations in the country and abroad say, the heart is good when it is sex. The hormonal emission remains in the appropriate amount. But if it is closed for a long time, it can lead to negative problems in the heart. The body becomes weak. Regular exercise or running in a treadmill is not good.

* The desire to have sex can go away: Those who think that once they are standing in the habit of regular sex, the desire for love and desire is overwhelmed. Then they are wrong. When sex is suddenly stopped, the desire to meet decreases. It is more applicable to women. Tension begins to disappear in the body. After a while the lust does not stir up.

* Intellect decreases: If you start to have sex regularly, if it suddenly turns off, but the intelligence can disappear. The overall fatigue, frustration, can have negative effects on the brain. The most affected is the memory power. All the problems of forgot forgot. And the only responsibility for this is to stop.


স্বামীবিয়োগ, বিবাহবিচ্ছেদ, ব্রেকআপ বা অন্য শহরে চাকরি, এধরনের নানাবিধ কারণে যৌনতা হারিয়ে যেতে পারে নারীর জীবন থেকে।

এতে অনেক সময় ক্ষতিগ্রস্থ হয় নারীশরীর। মানসিক দিক থেকে সুখ ও শান্তি চলে যায়। অনেক সমস্যা দেখা দেয়। তবে কিছু ক্ষেত্রে ভালোও হয়। ভালো-মন্দ মিলিয়ে সেক্স বন্ধ হওয়ার কারণে কী কী পরিবর্তন আসে জেনে নিন

* আগের চেয়ে অনেক বেশি উতলা করে তোলে : আমরা সবাই জানি, যৌনতা হতাশা, হাঁহুতাশ মেটাতে সাহায্য করে। কিন্তু কোনও অজ্ঞাত কারণে যদি নারীর জীবনে সেক্সের চ্যাপ্টার বন্ধ হয়ে যায়, তবে মানসিক সমস্যা তৈরি হতে পারে। কথায় কথায় মন খারাপ, কিছু ভালো না লাগা, কারণে অকারণে অতিরিক্ত রাগ জন্মাতে শুরু হতে পারে। মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেও শুরু করে দিতে পারেন সেই নারী। স্কটিশ গবেষকদের পরীক্ষায় জানা যায়, সেক্স বন্ধ হয়ে গেছে এমন মহিলাদের নাকি লোকের সঙ্গে কথা বলতেও অসুবিধে হয়। এর কারণ, সেক্স করার সময় মস্তিষ্ক থেকে যে ফিল গুড কেমিক্যাল এন্ডোর্ফিন ও অক্সিটোসিন নিঃসরিত হয়, তা বন্ধ হয়ে যাওয়া।

* ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায় : সঙ্গমের ২৪ ঘণ্টার মধ্যে মূত্রনালীতে সংক্রমণ হতে পারে। প্রস্রাবের সময় জ্বালা-যন্ত্রণা শুরু হতে পারে তখন। কিন্তু সেক্স করা বন্ধ হয়ে গেলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই কমে যায়।

* সর্দি কাশি প্রতিরোধ ক্ষমতা কমে যায় : সেক্স করলে শরীরে রোগ-জীবাণুর প্রবেশ কষ্টকর হয়ে ওঠে। অর্থাৎ, শরীরে রোগপ্রতিরোধ শক্তি গড়ে ওঠে। পেনসিলভেনিয়ার উইলকিস-বারে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মত, সপ্তাহে অন্তত দু’বার সেক্স করলে ইমিউনোগ্লোবিন অ (ছোটো করে বললে, ওমঅ। এই হরমোনের নিঃসরণ শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়) হরমোনের পরিমাণ ৩০% বাড়িয়ে দিতে পারে। ফলে সর্দি, কাশি, জ্বর হওয়ার প্রবণতা কমে যায়। কিন্তু সেক্স করা হঠাৎ বন্ধ হয়ে গেলে কমজোরি হয়ে পড়ে নারীশরীর। সর্দি, কাশির সমস্যা শুরু হয়।

* হৃদয় হার মানতে শুরু করে হরমোনের কাছে : দেশ-বিদেশের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বলছে, সেক্স করলে হৃদয় ভালো থাকে। হরমোনের নিঃসরণ যথাযথ পরিমাণে হতে থাকে। কিন্তু অনেকদিন সেক্স বন্ধ থাকলে হৃদযন্ত্রে নেতিবাচক সমস্যা তৈরি করতে পারে। শরীর কমজোরি হয়ে পড়ে। নিয়মিত এক্সারসাইজ় করলে বা ট্রেডমিলে দৌড়ালেও লাভ হয় না।

* সেক্স করার ইচ্ছে চলে যেতে পারে : যাঁরা মনে করেন, নিয়মিত সেক্স করার অভ্যাসে একবার দাঁড়ি বসলে, কামনা-বাসনার লাগাম ছাড়িয়ে যায়। তা হলে তাঁরা ভুল জানেন। সেক্স করা হঠাৎ বন্ধ হয়ে গেলে, মিলিত হওয়ার বাসনা কমে যায়। এটা মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। শরীরে উত্তেজনা লোপ পেতে শুরু করে। একটা সময় পর আর কামেচ্ছা জাগে না।

* বুদ্ধি কমে যায় : নিয়মিত সেক্স করা শুরু করলে, সেটা যদি হঠাৎ বন্ধ হয় যায়, তবে বুদ্ধি লোপ পেতে পারে। সারাক্ষণের ক্লান্তি, হতাশা মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হয় স্মরণশক্তি। সবকিছু ভুলে যাওয়ার সমস্যা তৈরি হতে থাকে। আর এর জন্য দায়ি একমাত্র সেক্স থেমে যাওয়া।

No comments:

Post a Comment