Sunday, December 24, 2017

ওরাল সেক্স করেন? তাহলে কখনই প্রতিবেদনটি এড়িয়ে যাবেন না Does oral sex? So never miss the report

The World Health Organization warned that gonorrhea disease spread due to the inevitability of condom use. And because of 'oral sex', the gonorrhea is taking antibiotics to the alarming level. According to the World Health Organization, if someone is suffering from gonorrhea in such a situation, it would have been very difficult to treat him. And in some cases it has become 'impossible'. According to the WHO report, the disease of germs spread through sexual intercourse has gained rapid resistance against antibiotics. Experts say the situation has become more vulnerable if there is not much success in the effective new antibiotic inventions.

About seven million and eight million people are being infected every year in the world, which is causing many inability to bear children. The World Health Organization or WHO has analyzed the data-data of at least 77 countries, and how horrible it has become to become resistant to antibiotics of gonorrhea. The company's expert doctor, Teodoro Wie, says at least three such phenomena have been found in Japan, France and Spain, where gonorrhea is not fully cured. According to him, "Gonorrhea is very smart to tell the germs. As long as you want to treat it with new antibiotics, it will gain the power to resist it. "More worrying is the fact that most of the incidence of gonorrhea in poor countries is happening. Where these germs are becoming resistant, the information is difficult to find.

Throat infection
Gonorrhea germs usually cause infections in the genitalia, the anus or the throat. However, throat infection has become a major concern for doctors. Dr. Wie says, "Although using antibiotics for general speech, it can achieve the resistance of the niceracea species," and "oral sex" if gonorrhea bacteria, ie nycyrea gonorrhoea, can produce 'super gonorrhea', then it can create 'super gonorrhea'. In the doctor's statement, "Gonorrhea genetic antibiotics have become resistant to infection among the gay men in the United States". There is a danger of spreading HIV / AIDS due to sexual intercourse without condom, and there is also a danger of gonorrhea infection.

What is gonorrhea?
The disease is due to a type of bacterium called nyestrica gonorrhea. Gonorrhea can be spread due to sexual intercourse or oral and anal sex without protection. Symptoms of this disease are: It can be yellow or green in color like pus, urine or pee during peeing. Patients with abdominal pain and rheumatism can also appear. But this disease can not be easily identified by one in every 10 people and three quarters of women and in gay men. And if this disease does not cure it can also cause infertility. In pregnancy, if the disease is infected, it can also spread to the baby's body. According to the World Health Organization, to increase the risk of gonorrhea becoming more dangerous, there should be an increase in investment in the study of new drugs, as well as strengthening the country's observation. The World Health Organization warns that 'oral sex' is taking the gonorrhea antibiotics to an alarming level.

Dr. Monica Balesigeram, a doctor of the Global Antibiotic Research and Development Partnership, says "the situation is serious". "There are only three drugs in the study phase. There is no guarantee that any of them will prove to be effective. " But the World Health Organization says it has to create new drugs to prevent gonorrhea.

Richard Stabler, professor of London School of Hygiene and Tropical Medicine, says, "Gonorrhea has become so resistant to new antibiotics that in the last 15 years doctors have been forced to change the treatment system in three phases". "Our last reliance now is the medicine we use. It is a matter of concern that we can get information about the failure of the treatment. "

Has 'oral sex' become a common thing now?
It is not possible to say that the people of the world are now more accustomed to 'oral sex' than ever before because there is no reliable global information-data. However, it is understood that it is a very common matter in both the countries, by examining the facts of Britain and America. This has been happening for years, even tin-agers are doing 'oral sex'. National research was conducted in 1990-91 by the people of Britain, 'Sex Behavior and Lifestyle'. The study found that 69.7 percent of men and 65.6 percent of women accept or accept oral sex from their opposite sex every year. On the other hand, in a national research study, researchers found that two-thirds of 15-year-olds were accustomed to oral sex.


বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, কনডম ব্যবহারে অনিহার কারণে গনোরিয়া রোগ ছড়িয়ে পড়ছে। এবং ‘ওরাল সেক্স’ এর কারণে গনোরিয়ার জীবাণুকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এমন পরিস্থিতিতে কেউ যদি গনোরিয়ায় আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসা করাটা অনেক কঠিন হয়ে পড়েছে। এবং কিছু ক্ষেত্রে তা হয়ে উঠেছে ‘অসম্ভব’। ডাব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়েছে, যৌন সংসর্গের মাধ্যমে ছড়ানো এই রোগের জীবাণু অ্যান্টোবায়োটিকের বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর নতুন অ্যান্টোবায়োটিক উদ্ভাবনে খুব বেশি সাফল্য এখনও না আসায় পরিস্থিতি আরও বেশি নাজুক হয়ে পড়েছে।

বিশ্বে প্রায় সাত কোটি ৮০ লাখ মানুষ প্রতি বছর এই রোগ সংক্রমণের শিকার হচ্ছেন, যা অনেকের ক্ষেত্রে সন্তান জন্মদানে অক্ষমতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও অন্তত ৭৭টি দেশের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছে, গনোরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা কতটা ভয়াবহ রূপ নিয়েছে। সংস্থার বিশেষজ্ঞ ডাক্তার তিওডোরা উয়ি বলছেন, জাপান, ফ্রান্স ও স্পেনে অন্তত তিনটি ঘটনা পাওয়া গেছে যেখানে গনোরিয়া পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। তাঁর মতে, “গনোরিয়ার জীবাণুকে খুবই স্মার্ট বলতে হবে। যতবার আপনি নতুন অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করতে চাইবেন, ততবারই তা প্রতিরোধের ক্ষমতা অর্জন করবে।” আরও চিন্তার বিষয় হলো, গরিব দেশগুলোতে গনোরিয়া সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। যেখানে এই জীবাণু কতটা ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে, সেই তথ্য পাওয়া কঠিন।

গলায় সংক্রমণ
গনোরিয়ার জীবাণু সাধারণত যৌনাঙ্গ, মলদ্বার বা গলার ভেতরে সংক্রমণ ঘটায়। তবে এর মধ্যে গলার সংক্রমণই চিকিৎসকদের কাছে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডা: উয়ি বলছেন, “সাধারণ গলাব্যথার জন্য এন্টিবায়োটিক ব্যবহার করলেও তাতে নেইসেরিয়া প্রজাতির ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে” “আর ‘ওরাল সেক্স’ এর মাধ্যমে যদি গনোরিয়ার ব্যাকটেরিয়া অর্থাৎ নেইসেরিয়া গনোরিয়া ওই পরিবেশ পায় তাহলে তা ‘সুপার গনোরিয়া’ তৈরি করতে পারে”। ডাক্তারের কথায়, “যুক্তরাষ্ট্রে সমকামী পুরুষদের মধ্যে গলবিলের (ফ্যারিংক্স) সংক্রমণের মাধ্যমে গনোরিয়া জীবাণু এন্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে”। কনডম ছাড়া যৌন সম্পর্কে জড়ানোর কারণে এইচআইভি এইডস রোগ ছড়োনোর যেমন আশঙ্কা আছে তেমনি একই কারণে গনোরিয়া সংক্রমণের শঙ্কাও রয়েছে।

গনোরিয়া কী?
নেইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়। সুরক্ষা ছাড়া যৌন সম্পর্ক বা ওরাল ও অ্যানাল সেক্সের কারণে গনোরিয়া ছড়িয়ে যেতে পারে। এই রোগটির লক্ষণগুলি হল- যৌনাঙ্গ থেকে হলুদ বা সবুজ রঙের পুঁজের মতো বের হতে পারে, প্রস্রাবের সময় জ্বালাপোড়া হতে পারে বা প্রস্রাব বন্ধও হয়ে যেতে পারে৷ নারীদের তলপেটে ব্যথা ও ঋতুস্রাবে জটিলতাও দেখা দিতে পারে। কিন্তু এই রোগে আক্রান্ত পুরুষদের মধ্যে প্রতি ১০ জনে একজন ও নারীদের তিন চতুর্থাংশ এবং সমকামী পুরুষদের ক্ষেত্রে এ রোগের লক্ষণ সহজে শনাক্ত করা যায় না। আর এই রোগ যদি না সারে তাহলে তা বন্ধ্যাত্বের কারণও হতে পারে। গর্ভাবস্থায় এ রোগ সংক্রমণের শিকার হলে তা শিশুর শরীরেও ছড়িয়ে পড়তে পারে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গনোরিয়া রোগটি আরও বিপদজনক হয়ে ওঠা ঠেকানোর জন্য দেশে দেশে পর্যবেক্ষণ জোরদারের পাশাপাশি নতুন ওষুধ তৈরির গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। ‘ওরাল সেক্স’ গনোরিয়ার জীবাণুকে এন্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গ্লোবাল এন্টিবায়োটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপের কর্মকর্তা ডাক্তার মনিকা বালাসেগারাম বলছেন, “পরিস্থিতি গুরুতর”। “মাত্র তিনটি ওষুধ গবেষণার পর্যায়ে রয়েছে। সেগুলোর কোনোটি কার্যকর প্রমাণিত হবে কি না, সেই নিশ্চয়তাও নেই”। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গনোরিয়া ঠেকাতে নতুন ওষুধ তৈরি করতেই হবে।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক রিচার্ড স্ট্যাবলার বলছেন, “গনোরিয়ার জীবাণু নতুন এন্টিবায়োটিকেও এত বেশি প্রতিরোধী হয়ে উঠেছে যে গত ১৫ বছরে তিন দফায় চিকিৎসা পদ্ধতি বদলাতে বাধ্য হয়েছে চিকিৎসকেরা”। “এখন আমরা যে ওষুধ ব্যবহার করছি এটাই আমাদের শেষ ভরসা। উদ্বেগের বিষয় হল, সেই চিকিৎসাও ব্যর্থ হওয়ার তথ্য আমরা পাচ্ছি।”

‘ওরাল সেক্স’ কি এখন সাধারণ কোনো বিষয় হয়ে উঠেছে?
বিশ্বের মানুষ এখন আগের তুলনায় ‘ওরাল সেক্স’ – এ বেশি অভ্যস্ত হয়ে উঠেছে -এ কথা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কারণ এ নিয়ে নির্ভরযোগ্য বৈশ্বিক কোনো তথ্য-উপাত্ত নেই। তবে ব্রিটেন ও আমেরিকার বিভিন্ন তথ্য যাচাই করে বুঝা যায় যে দেশ দুটোতে এটা খুবই সাধারণ একটা বিষয়। বছরের পর বছর ধরে এমনটা হয়ে আসছে, এমনকি টিন-এজাররাও ‘ওরাল সেক্স’করছে। ব্রিটেনের মানুষের ‘সেক্সুয়াল বিহেভিয়ার ও লাইফস্টাইল’ নিয়ে জাতীয় একটি গবেষণা চালানো হয় ১৯৯০-৯১ সালের মধ্যে। সেই গবেষণায় দেখা যায় ৬৯.৭ শতাংশ পুরুষ এবং ৬৫.৬ শতাংশ নারী প্রতি বছর তার বিপরীত লিঙ্গে কাছ থেকে ‘ওরাল সেক্স’ গ্রহণ করে বা দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি জাতীয় গবেষণায় গবেষকরা দেখেছেন, ১৫-২৪ বছর বয়সীদের দুই-তৃতীয়াংশই ‘ওরাল সেক্স’ এ অভ্যস্ত।

No comments:

Post a Comment