Tuesday, December 5, 2017

ঘরে বসেই অল্প খরচে করুন ডায়ালাইসিস! বিশ্বাস হচ্ছে না? Sit down at the little cost of dialysis! Do not believe


Due to kidney failure, it is possible to sit in the hospital and not only in the hospital but also in the dialysis. Without the help of the patient, the patient can do the own blood purification. It costs less than the hospital. This method is not popular in the country but it is very popular.

One of those who dialysis in the house is Saleha Akhter. For the past seven years, she has helped with the help of her family members, and sometimes does her own dialysis. It takes only thirty minutes.

If kidney failure, it will take 4 to 5 hours for the treatment of hemogloble dialysis in the hospital. The simplest method is the peritoneal dialysis or CAPD. In this, a catheter is installed permanently under the patient's navel.



After this, the blood is purified by 2 liters of special fluid every time. During the dialysis, patients can do any work from home and abroad.

Doctors said that around 17,000 patients are dependent on kidney dialysis in the country. Of these, only 600 people have peritoneal dialysis.

Patients said that, before dialysis, chest pain was required, but now they do not get hurt.

Each time the cost of hemodialysis in hospital is one to eight thousand rupees, the cost of dialysis at home is only Rs. 400. This method is more safe for heart patients.

Kidney Foundation President Harun-ur-Rashid said that those who suffer from this disease can not do office, can not even rouse themselves in the house. Their lives became confused.

CAPD facilities are available in 16 government-owned private hospitals. However, there is no plan for the expansion of the health department.

Director of Health Department (Hospital) Kazi Jahangir Hossain said district-level dialysis machines and ICU will be installed. Which is not in all the districts. The rest will be thought later.

Nearly 20 million people in the country suffer from kidney complications. Due to kidney failure, only 20% of patients get dialysis facility. Being expensive, 30 thousand people are killed every year without getting the service.


কিডনি বিকল হলে শুধু হাসপাতাল নয় ঘরে বসেও করা যায় ডায়ালাইসিস। কারও সাহায্য ছাড়া রোগী নিজেই করতে পারেন রক্ত পরিশোধন। এতে হাসপাতালের তুলনায় খরচও কম। বিদেশে এই পদ্ধতি জনপ্রিয় হলেও দেশে নেই তেমন প্রচার।

ঘরে বাসেই যারা ডায়ালাইসিস করে তাদের মধ্যে একজন সালেহা আক্তার। বিগত ৭ বছর ধরে তিনি কখনো পরিবারের সদস্যদের সহায়তায়, কখনো নিজেই করেন ডায়ালাইসিস। সময় লাগে মাত্র ত্রিশ মিনিট।

কিডনি বিকল হলে হাসপাতালে হিমো-ডায়ালাইসিস বা মেশিনে রক্ত পরিশোধন করতে সময় লাগে ৪ থেকে ৫ ঘন্টা। এর তুলনায় অনেক সহজ পদ্ধতি হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা সিএপিডি। এতে রোগীর নাভির নিচে স্থায়ীভাবে একটি ক্যাথেটার বসানো হয়।



এরপর বাড়িতেই প্রতিবার ২ লিটার বিশেষ তরল ভরে পরিশোধন করা হয় রক্ত। ডায়ালাইসিসের সময় ঘরে-বাইরে যে কোনো কাজ করতে পারেন রোগী।

চিকিৎসকেরা বলেছেন, দেশে প্রায় ১৭ হাজার রোগী নির্ভর করছেন কিডনি ডায়ালাইসিসের ওপর। এর মধ্যে মাত্র ৬০০ মানুষ পেরিটোনিয়াল ডায়ালাইসিস করেন।

রোগীরা বলেছেন, আগে ডায়ালাইসিস করার সময় বুকে ব্যাথা লাগতো, কিন্তু এখন ব্যাথা পান না তারা।

হাসপাতালে হেমোডায়ালাইসিস করাতে প্রতিবার খরচ এক থেকে আট হাজার টাকা হলেও, ঘরে ডায়ালাইসিসের খরচ মাত্র সাড়ে ৪০০ টাকা। হৃদরোগীদের জন্য এই পদ্ধতি বেশি নিরাপদ।

কিডনি ফাউন্ডেশনের সভাপতি হারুন অর রশিদ বলেন, যারা এ রোগে ভুগে তারা অফিস করতে পারে না, ঘরে বসে গল্প-গুজবও করতে পারে না। তাদের জীবন ধরাবাধা হয়ে পড়ে।

দেশের সরকারি-বেসরকারি ১৬টি হাসপাতালেও রয়েছে সিএপিডি সুবিধা। তবে এর প্রসারে আপাতত কোনো পরিকল্পনা নেই স্বাস্থ্য অধিদপ্তরের।

স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল) পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, জেলাভিক্তিক ডায়ালাইসিস মেশিন ও আইসিইউ বসানো হবে। যা সব জেলাতে নাই। বাকিগুলোর কথা পরে চিন্তা করা হবে।

দেশে প্রায় দুই কোটি মানুষ কিডনি জটিলতায় ভুগছেন। কিডনি বিকল হলে মাত্র ২০ ভাগ রোগী পান ডায়ালাইসিসের সুবিধা। ব্যয়বহুল হওয়ায় সেবা না পেয়ে প্রতিবছর মারা যাচ্ছে ৩০ হাজার মানুষ।

No comments:

Post a Comment