Sunday, December 24, 2017

প্রিয়াঙ্কার ঝুলিতে আরও এক সম্মান Priyanka holds another honor

Priyanka Chopra is doing well in the end of the year. One by one has won the award. Mother Teresa was awarded the Smriti Award a few days ago. And now the girl is going to get sammyan indicators doctorate In this opportunity, after five years, he is going to return to his hometown Bareilly.

This title is being given to Priyanka from the Barreli International University. On 24th, the certificate of honor will be handed out in his hand. Chancellor Dr. Keshab Kumar Agarwal, along with several ministers. Priyanka will take this honor in her own hands.

Mother Teresa Memorial Award for Social Justice was given a few days back. But Priyanka could not get the prize by herself. Mother Madhav Chopra received the honor for her daughter. Said, Priyanka impressed with others' sorrow since her childhood. He is proud to have a girl who has the mind to understand the misery of others. Pc has already been in India since then.

Even a very busy heroine came to the country. Already have performed at the Zee Cine Awards. The picture uploaded by the social media Quoteco Girl, who buzz in the B-Town, took 5 million rupees for this five-minute performance or 'Quantico Girl'.

Unicef's Goodwill Ambassador Priyanka So wherever you go, you can take part in some of the Institutions. It came in the country, but there was no exception. The heroine also met with small children.

If all is correct then 24 will be back in the hometown of its hometown. There will be a more respect there. Kindly accept it. After that, he will return to work and return to Hollywood. More memories will leave.

বছরের শেষটা ভালই যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। একের পর এক অ্যাওয়ার্ড পুরছেন নিজের ঝুলিতে। কিছুদিন আগেই মাদার টেরিজা স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আর এবার সাম্মান সূচক ডক্টরেট পেতে চলেছেন দেশি গার্ল। এই সুযোগেই প্রায় পাঁচ বছর পর ফিরতে চলেছেন নিজের হোমটাউন বরেলিতে।

বরেলি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকেই এই উপাধি দেওয়া হচ্ছে প্রিয়াঙ্কাকে। ২৪ তারিখই তার হাতে এই সম্মানের শংসাপত্র তুলে দেওয়া হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চ্যান্সেলর ডা. কেশব কুমার এ আগরওয়াল-সহ একাধিক মন্ত্রী। সেখানে নিজের হাতে এই সম্মান গ্রহণ করবেন প্রিয়াঙ্কা।

কিছুদিন আগেই মাদার টেরিজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস দেওয়া হয় তাকে। তবে নিজে হাতে সে পুরস্কার নিতে আসতে পারেননি প্রিয়াঙ্কা। মেয়ের হয়ে সম্মান গ্রহণ করেন মা মধু চোপড়া। জানালেন, ছোটবেলা থেকেই অন্যের দুঃখ ভীষণভাবে প্রভাবিত করে প্রিয়াঙ্কাকে। অন্যের দুঃখ-দুর্দশা বোঝার মতো মন যার কাছে রয়েছে, এমন মেয়ে পেয়ে গর্বিত তিনি। এবার অবশ্য আগে থেকেই ভারতে চলেছে এসেছেন পি সি।

দেশে এসেও ভীষণ ব্যস্ত নায়িকা। ইতিমধ্যেই জি সিনে অ্যাওয়ার্ডস-এ পারফর্ম করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সে ছবি। বি-টাউনে জোর গুঞ্জন, পাঁচ মিনিটের এই পারফরম্যান্সের জন্য নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন 'কোয়ান্টিকো' গার্ল।

ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর প্রিয়াঙ্কা। তাই যেখানেই যান ইনস্টিটিউশনের কিছু কাজে অংশ নিয়ে থাকেন। দেশে এসেও তার ব্যতিক্রম হয়নি। ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও দেখা করেছিলেন নায়িকা।

সব ঠিক থাকলে ২৪ তারিখ আবার ফিরে যাবেন নিজের হোমটাউনে। সেখানে পাবেন আরও একটি সম্মান। সাদরে তা গ্রহণ করবেন। তারপর কাজ সেরে ও ছুটি কাটিয়ে ফিরবেন হলিউডে। রেখে যাবেন আরও কিছু স্মৃতি।

No comments:

Post a Comment