Wednesday, December 6, 2017

‘আমি-মোস্তাফিজ তিন-চারটা ম্যাচ কিছুই করতে পারিনি’ 'I-Mustafiz could not do three or four matches'

Sports reporter
06 December 2017, 10:28

Mostafiz could not do much for Rajshahi Photo: Prothom Alo
The departure from the tournament has already been confirmed. In their last match, Rajshahi Kings could not win the victory against Chittagong Vikings. Naturally, the team's hopes of drowning like everyone else, Mehedi Hasan Miraz But yesterday he came to the press conference to remove the disappointment sheets.

'I will have fun with you today' - Miraj's joke before entering the press conference. No, he did not take the press conference lightly. Miraz just meant to understand how strong he is mentally. Otherwise, neither coach, captain or senior player, the responsibility of the team to explain the failure of the tournament will be on the 20-year-old all-rounder!

'I'm happy even if I'm bad. I am happy to be good. Play it at the end of the day. (If it hurts) No one will kill me, I will not die! That's right, as much as expected, not much. Should have been better. Mentally we were lagging behind '- the description of the young all-rounder got the impression of change.

In the last BPL, Rajshahi reached the final with a fairly simple team. However, despite the country-foreign stars like Mushfiqur Rahim, Mostafizur Rahman, Luke Wright, Lendl Simmons and Dwayne Smith, the team could not get to the last four.

Rajshahi why this faded state in the tournament? Miraz, however, raised the injury and said, "Many important players were not 100 percent fit. Simmons, Smith have been bitten by one or two matches well. This season has hit the injury, the misfortune of the team.

Miraj, admittedly not his excuse, admitted to his failure, "T-Twenty does not play well all the time. Playing two or three plays a lot of matches a lot. (Darren) Sammy played two matches well. Samoan (Mohammad) bowled a match well. If I had been doing well, I could win more than two or three matches. That's unfortunate, I-Mustafiz could not do three or four matches! '

Mostafiz, who was injured in South Africa, got Rajshahi in Chittagong. Left-handed pacer, who played 5 matches, could not do well. 4 wickets, economy 8.40 Miraj himself could not do a lot better 10 wickets in 12 matches and 93 runs. If two friends could have got together, Rajshahi's appearance could have been different in the tournament.

রাজশাহীর হয়ে তেমন কিছুই করতে পারেননি মোস্তাফিজ। ছবি: প্রথম আলো
টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। নিজেদের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে সান্ত্বনার জয়টাও পায়নি রাজশাহী কিংস। স্বাভাবিকভাবেই দলের অন্য সবার মতো হতাশায় ডুবে যাওয়ার কথা মেহেদী হাসান মিরাজের। কিন্তু কাল তিনি সংবাদ সম্মেলনে এলেন হতাশার চাদর খুলে।

‘আজ আপনাদের সঙ্গে মজা করব’—সংবাদ সম্মেলনকক্ষে ঢোকার আগে মিরাজের রসিকতা। না, সংবাদ সম্মেলনকে হালকাভাবে নেননি তিনি। মিরাজ শুধু বোঝাতে চেয়েছেন, মানসিকভাবে তিনি কতটা শক্ত। নইলে কি আর কোচ, অধিনায়ক কিংবা সিনিয়র খেলোয়াড় নন, টুর্নামেন্টে দলের ব্যর্থতা ব্যাখ্যার দায়িত্ব ২০ বছর বয়সী অলরাউন্ডারের ওপর বর্তাবে!

‘আমি খারাপ করলেও খুশি থাকি। ভালো হলেও খুশি থাকি। দিন শেষে এটা খেলা। (এতে খারাপ করলে) আমাকে কেউ মেরে ফেলবে না, আমি মরেও যাব না! এটা ঠিক, যতটা প্রত্যাশা ছিল, ততটা হয়নি। আরও ভালো করা উচিত ছিল। মানসিকভাবে আমরা পিছিয়ে ছিলাম’—তরুণ অলরাউন্ডারের ব্যাখ্যায় পরিণতবোধের ছাপই পাওয়া গেল।

গত বিপিএলে অনেকটা সাদামাটা দল নিয়েই ফাইনালে উঠেছিল রাজশাহী। অথচ এবার মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লুক রাইট, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথদের মতো দেশি-বিদেশি তারকা থাকার পরও দলটা উঠতে পারেনি শেষ চারে।

টুর্নামেন্টে রাজশাহীর কেন এই বিবর্ণ দশা? মিরাজ অবশ্য চোটকে বড় করে দেখলেন, ‘গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড় শতভাগ ফিট ছিল না। সিমন্স, স্মিথ এক-দুই ম্যাচ ভালো করেই চোটে পড়েছে। এবার মৌসুমটাই চোটে কেটেছে, দলের দুর্ভাগ্য।’

অজুহাত নয়, অকপটেই নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন মিরাজ, ‘টি-টোয়েন্টিতে সবাই সব দিন ভালো খেলে না। দু-তিনজন ভালো খেললেই অনেক সময় ম্যাচ জেতা যায়। (ড্যারেন) স্যামি দুটি ম্যাচ ভালো খেলেছে। সামিও (মোহাম্মদ) একটা ম্যাচ ভালো বোলিং করেছে। আমি-মোস্তাফিজ যদি ভালো করতাম, আরও দু-তিনটা ম্যাচ জিততে পারতাম। এটাই দুর্ভাগ্য, আমি-মোস্তাফিজ তিন-চারটা ম্যাচ কিছুই করতে পারিনি!’

দক্ষিণ আফ্রিকায় চোটে পড়া মোস্তাফিজকে রাজশাহী পেয়েছে চট্টগ্রাম পর্বে। যে ৫টা ম্যাচ খেলেছেন, ভালো করতে পারেননি বাঁহাতি পেসার। উইকেট পেয়েছেন ৪টি, ইকোনমি ৮.৪০। খুব একটা ভালো করতে পারেননি মিরাজ নিজেও। ১২ ম্যাচে ১০ উইকেট ও করেছেন ৯৩ রান। দুই বন্ধু যদি একসঙ্গে জ্বলে উঠতে পারতেন, টুর্নামেন্টে রাজশাহীর চেহারাটা অন্য রকম থাকতে পারত।

No comments:

Post a Comment