Wednesday, December 20, 2017

হৃদরোগ বা স্ট্রোক শুধু বার্ধক্যের অসুখ নয় Heart disease or stroke is not only old age!

Heart disease, stroke and these are not just old diseases of old age. Many of the young people are suffering from this type of disease nowadays, and this is largely unhealthy lifestyle. Over time, our life style has changed a lot. In addition, known diseases and disorders have changed. However, being aware of this problem can be avoided.

To reduce the risk of heart disease and stroke, do the following:

1. Despite many attempts to leave Slim, without fail, many people make mistakes by trying hard. To reduce the risk of heart disease and stroke, there is no such thing as to become thin thin. Reduction of weight by 5 to 10 percent of the blood will begin to return to normal levels of blood cholesterol, sugar and pressure.

2. There is no alternative to healthy eating. Eat moderate amounts and get out of the table before the stomach is full.

3. Exercise a little everyday, the risk of heart attack will be reduced. Good exercise can be fast walking or swimming. Walk for 15 minutes - morning, noon and night. This will be your daily required physical exercise.

4. Do not exclude high-pressure, diabetes and cardiovascular drugs. Eat your heart disease expert as it says, there will be less chance of sudden accidents.

5. Avoid smoking. It also increases the risk of heart disease and stroke. Take the help of a doctor if you need to quit smoking. Not only do not smoke yourself, but avoid the places where smoking is going on.

6. Do not ignore either breathlessness, abnormalities in the pulse motion, or excessive exhaustion, or do not sit for self-restraint. Quickly consult the doctor.

Symptoms of Heart Disease:
* Pain in the chest or arm is one of the signs of heart disease. But it is not possible to say heart disease only if chest pain. There may be pain in the back of the jaw, and the throat of Chinchin.

Many times many people say it is to burn in the chest. If so, be careful. Because it can also be a sign of heart disease.

* Indigestion, vomiting, irregular breathing can be a symptom of cardiovascular disease.

* Frequent breathing stroke occurs when heart attack. Many times the patient is sweating. It may also be in severe winter.

* Heart disease is not always sudden. Many times heart disease gradually blocks people's heart. This type of cardiovascular disease is known as 'myocardial infarction' or heart attack. In this case, one of the most uncomfortable feelings is the symptom.


হৃদরোগ, স্ট্রোক এসব আর এখন শুধু বার্ধক্যের অসুখ নয়। তরুণ বয়সের অনেকেই আজকাল এধরণের রোগের শিকার হচ্ছেন, আর এর পেছনে দায়ী মূলত অস্বাস্থ্যকর জীবনযাপন। সময়ের সঙ্গে আমাদের জীবনধারায় এসেছে ব্যাপক পরিবর্তন। সেই সাথে বদলে গেছে পরিচিত রোগ-ব্যাধিগুলোও। তবে একটু সচেতন হলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে জীবনযাপনের জন্য করণীয়:

১. অনেক চেষ্টার পরও স্লিম হতে না পেরে হতাশ হয়ে চেষ্টাই ছেড়ে দিয়ে ভুল করেন অনেকেই। হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে একেবারে রোগা পাতলা হয়ে যেতে হবে এমন কোনো কথা নয়। শতকরা ৫ থেকে ১০ ভাগ ওজন কমালেই রক্তের কোলস্টেরল, শর্করা ও প্রেশার স্বাভাবিক মাত্রায় ফিরতে শুরু করবে।

২. স্বাস্থ্যকর খাবার খাওয়ার কোন বিকল্প নেই। পরিমিত পরিমাণে খাবেন এবং পেট ভরে যাওয়ার আগেই টেবিল থেকে উঠে পড়বেন।

৩. রোজ একটু ব্যায়াম করুন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে অনেকখানি। দ্রুতপায়ে হাঁটা বা সাঁতার হতে পারে ভালো ব্যায়াম। ১৫ মিনিট করে হাঁটুন- সকাল, দুপুর ও রাতে। এতেই আপনার প্রতিদিনের প্রয়োজনীয় শরীরচর্চা হয়ে যাবে।

৪. হাই প্রেশার, ডায়াবেটিস ও হৃদরোগের ওষুধ নিজে থেকে বাদ দেবেন না। আপনার হৃদরোগ বিশেষজ্ঞ যেভাবে বলেছেন সেভাবেই খেয়ে যান, এতে হঠাৎ কোন দুর্ঘটনার আশংকা কম থাকবে।

৫. ধূমপান পরিহার করা। এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। ধূমপান ছাড়ার জন্য প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন। শুধু যে নিজে ধূমপান করবেন না তাই নয়, যেখানে ধূমপান হচ্ছে এমন জায়গাও এড়িয়ে চলুন।

৬. কখনো শ্বাসকষ্ট, নাড়ির গতিতে অস্বাভাবিকতা বা অতিরিক্ত অবসন্নতা বোধ করলে উপেক্ষা করবেন না, কিংবা নিজে নিজে সেরে যাবার জন্য বসে থাকবেন না। দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

হৃদরোগের লক্ষণসমূহ :
* বুকে বা বাহুতে ব্যথা হৃদরোগের অন্যতম লক্ষণ। তবে শুধু বুকে ব্যথা হলেই হৃদরোগ বলা যায় না। বাহু, চোয়ালের পিছন দিক এবং গলায় চিনচিনে ব্যথা হতে পারে।

* অনেক সময় অনেকে বলে থাকেন বুকে জ্বালাপোড়া করার কথা। এমনটা হলে সাবধান হোন। কেননা এটিও হৃদরোগের অন্যতম লক্ষণ হতে পারে।

* বদহজম, বমিবমি ভাব, অনিয়মিত শ্বাস-প্রশ্বাস হৃদরোগের উপসর্গ হতে পারে।

* হৃদরোগে আক্রান্ত হলে ঘনঘন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করে। অনেক সময় রোগী ঘামতে থাকে। এমনটা প্রবল শীতেও হতে পারে।

* হৃদরোগ সবসময় হঠাৎ করে হবে এমনটা নয়। অনেক সময় হৃদরোগ ধীরে ধীরে মানুষের হৃদযন্ত্রকে ব্লক করে দেয়। এ ধরনের হৃদরোগকে ‘মায়োকার্ডিয়াল ইনফারকশন’ বা হার্ট অ্যাটাক বলে। এ ক্ষেত্রে প্রবল অস্বস্তিকর অনুভূতি অন্যতম লক্ষণ।

No comments:

Post a Comment