Sunday, December 3, 2017

Four ways to recognize authentic honey! খাঁটি মধু চেনার সহজ চারটি উপায়!


Since all the sweet looks are the same, what is the liability burden, which is fake. There are several ways to know authentic honey Find out these easy ways.

1. Give one spoon of honey in a glass of water. Then slowly stir the glass. When the honey is mixed with water, make sure it is soaked honey. And if honey spreads in a glass of water like a small pimple, then it will be pure honey.

2. Apply a little honey to a piece of paper to determine the real-fake honey. Keep it where there is an ant. Then keep waiting. If you have an ant in honey then you will understand that your purchase is adulterated in honey.

3. Dry a little honey in a clean white cloth and dry it. Wash the clothes after a while. If you get stains in clothes, then you have to fake this honey. And if the clothes do not stain, it is pure honey.

4. If you want to check with a little time, if your buy honey is not genuine, then keep it in honey deep fridge. If it is a harmful honey it will get accustomed. And if you do not get too wet, then you will fall down the humidity.

সব মধুর চেহারা একই রকম হওয়ায় বোঝা দায় কোনটি আসল, কোনটি নকল। খাঁটি মধু চেনার জন্য কয়েকটি উপায় আছে৷ জেনে নিন সেই সহজ উপায়গুলি৷

১. এক গ্লাস জলে এক চামচ পরিমাণ মধু দিন। তারপর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু জলের সঙ্গে মিশে গেলে নিশ্চিত হবেন সেটা ভেজাল মধু। আর মধু যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের জলে ছড়িয়ে যায়, তাহলে বুঝবেন সেটা খাঁটি মধু।

২. মধুর আসল-নকল নির্ধারণ করতে এক টুকরো কাগজে অল্প একটু মধু লাগিয়ে নিন। এবার যেখানে পিঁপড়ে আছে সেখানে রেখে দিন। তারপর অপেক্ষা করতে থাকুন। মধুতে যদি পিঁপড়ে ধরে তাহলে বুঝে নেবেন আপনার কেনা মধুতে ভেজাল আছে।

৩. পরিস্কার সাদা কাপড়ে অল্প একটু মধু লাগিয়ে শুকিয়ে নিন। একটু পর কাপড়টি ধুয়ে ফেলুন। কাপড়ে দাগ থেকে গেলে বুঝতে হবে এই মধু নকল। আর কাপড়ে দাগ না থাকলে সেটা খাঁটি মধু।

৪. এছাড়াও একটু সময় নিয়ে যদি যাচাই করতে চান আপনার কেনা মধুটি আসল না নকল তাহলে, মধু ডিপ ফ্রিজে রেখে দিন। ভেজাল মধু হলে এটা জমে যাবে। আর না জমলেও ভেজাল মধুর নিচে জমাট তলানি পড়বে।

No comments:

Post a Comment