Sunday, December 24, 2017

শেষ পর্যন্ত এই ব্যবসায় নামলেন রাখি সাওয়ান্ত! Finally, Rakhi Sawant came into this business!


File images
Rakhi Sawant's name rose to the head of news again. Because of his nature in the debate. And Rakhi has a great deal of knowledge about how to stay in news about the debate. This time he launched his birth control products. The product's name is 'B-Boy'.

This is not the end here. With the introduction of the contraceptive product, Rakhi has made an explosive remark. It is learned that Rakhi Chawla, the newcomer Virat Kohli and Anushka Sharma used to launch their first product.

Rakhi said, "Virat Kohli and Anushka Sharma are the most beautiful couple. They have taken refuge in a new marriage. I want them to use the first antioxidant product and give them feedback. I think, my contraceptive product is of special quality. This is the first time any anti-inflammatory products came with the flavors. "

Baba Ramdev has not left the center of his birth control. He threw a direct challenge to Ramdev. Rakhi Challenge, Ramdev, bring the anti-inflammatory products in the market. Then he will get a competent competitor.

ফের খবরের শিরোনামে উঠে এল রাখি সাওয়ান্তের নাম। কারণ বিতর্কে থাকা তার স্বভাব। আর বিতর্কের মাধ্যমে কী ভাবে খবরে থাকতে হবে সেই ব্যাপারে বিপুল জ্ঞান রয়েছে রাখির। এবারে নিজের জন্মনিরোধক পণ্য লঞ্চ করলেন তিনি। পণ্যটির নাম ‘বি-বয়’। 

এখানেই শেষ নয়। জন্মনিরোধক পণ্যটির লঞ্চ করার সঙ্গে সঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। জানা গেছে, রাখি চান নবদম্পতি বিরাট কোহলি এবং আনুশকা শর্মাই প্রথম তার লঞ্চ করা পণ্যটি ব্যবহার করুন। 

রাখি বলেন, ‘‘বিরাট কোহলি আর আনুশকা শর্মা সব থেকে সুন্দর যুগল। তারা সদ্য বৈবাহিক জীবনে পা রেখেছেন। আমি চাই, ওরাই প্রথম জন্মনিরোধক পণ্যটি ব্যবহার করুন এবং তার ফিডব্যাক জানান। আমি মনে করি, আমার জন্মনিরোধক পণ্যটি বিশেষ মানের। এই প্রথম এতগুলো ফ্লেভার নিয়ে কোনও জন্মনিরোধক পণ্য বাজারে এল।’’ 

নিজের জন্মনিরোধক পণ্যটি কেন্দ্র করে বাবা রামদেবকেও ছাড়েননি রাখি। তিনি রামদেবের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। রাখির চ্যালেঞ্জ, রামদেবও বাজারে পতঞ্জলি জন্মনিরোধক পণ্য নিয়ে আসুন। তা হলে তিনি একজন যোগ্য প্রতিযোগী পাবেন। 

No comments:

Post a Comment