Wednesday, December 13, 2017

যৌনতায় মেতে ওঠার আগে এই কাজগুলি করেন কি Do these things before sex goes to work?

This generation has overcome a lot of sexuality in sex. Now the body has started to get the importance. Many people do not care about socialization, they get to know about liveliness, and many people revert to good results. But whether social acceptance or not, the people of the country have been relieved of the taboo lot of sex. However, it is necessary to know that only two aspects of his body and body should not be extended to revolution. Sexuality should be kept in mind for the first time or several times.

Protection- This must be kept in mind in terms of sexuality. If you do not want to give birth to a child, you must use neutral. And know well about cognitive diseases. If necessary, take a physical checkup of yourself and partner for a couple of months.

Breath - The beginning is mostly due to kissing. In this case, breathing is very important. The depth of the relationship is what you ate at noon, it will not be known to your partner. So before brushing please brush.

Wear - But everyone's body always does not respond. But do not waste time when it is wise to do it. So, before mating you should wear clothes which can be easily opened. It is the benefit of both of you or your partner.

Cleanliness - Unconsciousness is the cause of most diseases. It may also be the reason for losing your partner's physical union. So if you can before bathing, take good bath. And try to keep the private parts clean.

Shaukhamkarma - It is a bit strange to read but this work is also very important. Before engaging in sexual intercourse, make sure to take pleasure. The emotional time is not good to hear the nature. Sex can be interrupted in it

In these five ways, your sexuality can be done by Paramananda. Stay healthy, keep healthy. And enjoy the human body of mind.


যৌনতা নিয়ে ছুঁৎমার্গ অনেকটাই কাটিয়ে উঠেছে এ প্রজন্ম। সম্পর্কে এখন শরীরও গুরুত্ব পেতে শুরু করেছে। সামাজিকতার পরোয়া না করে অনেকেই লিভ ইন সম্পর্কে মেতে ওঠেন, অনেকে আবার শুভ পরিণয় পর্যন্তও পৌঁছে যান। তবে সামাজিক স্বীকৃতি থাকুক আর না থাকুক যৌনতা নিয়ে এ দেশের মানুষের ট্যাবু অনেকটাই শিথিল হয়েছে। তবে কেবল শরীরী বিপ্লবের পথে পা বাড়ালেই হবে না তার ভাল-মন্দ দু’টি দিকই জানতে হবে। যৌনতা প্রথমবার হোক বা একাধিকবার কয়েকটা ভাবনা মাথায় রাখতেই হবে।

সুরক্ষা- যৌনতার ক্ষেত্রে এ বিষয়টি মাথায় রাখা অবশ্যই প্রয়োজন। একান্ত সন্তানে জন্ম দিতে না চাইলে অবশ্যই নিরোধ ব্যবহার করবেন। আর যৌনরোগ সম্পর্কে ভালভাবে জেনে রাখবেন। প্রয়োজনে দু-এক মাস অন্তর নিজের ও সঙ্গীর শারীরিক চেকআপ করিয়ে নেবেন।

নিঃশ্বাস- শুরুটা চুম্বনের মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আর এক্ষেত্রে নিঃশ্বাস-প্রঃশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্ক যতই গভীর হোক আপনি দুপুরে কী খেয়েছেন, তা আপনার সঙ্গীর না জানলেও চলবে। তাই মিলনের আগে অবশ্যই ব্রাশ করে নেবেন।

পরিধান- সবার শরীর কিন্তু সবসময় সাড়া দেয় না। কিন্তু যখন দেয় তখন সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। তাই সঙ্গমের আগে এমন পোশাক পরবেন যা সহজেই খোলা যায়। আপনি কিংবা আপনার সঙ্গী দু’জনের ক্ষেত্রেই যেন সে সুবিধা থাকে।

পরিচ্ছন্নতা- অপরিছন্নতাই বেশিরভাগ রোগের কারণ। তা আবার আপনার সঙ্গীর শারীরিক মিলনে উৎসাহ হারানোর কারণও হতে পারে। তাই মিলনের আগে যদি পারেন তো ভাল করে স্নান করে নেবেন। আর গোপনাঙ্গও পরিষ্কার রাখার চেষ্টা করবেন।

শৌচকর্ম- পড়তে একটু আজব লাগলেও এই কাজটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার আগে অবশ্য শৌচকর্ম করে নেবেন। আবেগের সময় প্রকৃতির ডাক না আসাই ভাল। তাতে যৌনক্রিয়া বিঘ্নিত হতে পারে।

এই পাঁচ উপায়েই আপনার যৌনতা হোক পরমানন্দের। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আর মনের মানুষের শরীরকে উপভোগ করুন।

No comments:

Post a Comment