Wednesday, December 6, 2017

প্রিয়াঙ্কাকে হারালেন দীপিকা Deepika Padukone lost to Priyanka

The idea that only the number of movies, acting skills, fees, and competition among Bollywood stars is wrong. In the social media, the number of fans of the number of stars, the competition is also very competitive. Deepika Padukone, who took the top spot from Priyanka Chopra among Bollywood actresses in the list. Priyanka's position in the entire list is at number seven. However, he could not occupy this place alone. He has shared the place with Indian cricket - with God Sachin Tendulkar

'Life of the Most Indian Indians of the Year, 2010', published on Twitter on Tuesday, published by Bollywood Life.com. Where Priyanka is behind Deepika with 22.1 million followers. Number of Priyankar's followers is 20.4 million. Last year, the number of his followers was only 16.5 million.

In this year, Deepika Padukone came to the fore with the debate in 'Padma Vati'. As a result, the number of followers of his followers continues to grow. On the other hand, Priyanka Chopra was away from Bollywood for a long time. She has given time to Bollywood to Hollywood to play Hollywood's popular Quantico series. As a result, he did not get out of the number of devotees with Deepika.

Narendra Modi, however, occupied the top position. His total number of followers is 37.5 million, which was 24.6 million in the last year. Thereafter, Bollywood Shahen Shah Amitabh Bachchan The number of his followers is 31.5 million. Shahrukh Khan is in the top spot with less than one million followers. Salman Khan has jointly occupied the fourth place. Salman has more than two million followers of Shahrukh. Following are Akshay Kumar, Aamir Khan, Deepika Padukone, Sachin Tendulkar, Hrithik Roshan and Virat Kohli respectively.

Among them, the number of followers has increased by more than last year: Narendra Modi and Akshay Kumar This year, fans have increased about 52 percent this year compared to last year.


বলিউড তারকাদের মধ্যে শুধু যে ছবির সংখ্যা, অভিনয় দক্ষতা, পারিশ্রমিক নিয়ে প্রতিযোগিতা চলে এমন ধারণা ভুল। সামাজিক যোগাযোগমাধ্যমে কার ভক্তের সংখ্যা কত, এ নিয়েও তুমুল প্রতিযোগিতা চলে তারকাদের মধ্যে। আর সে তালিকায় বলিউড নায়িকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়াকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিয়েছেন দীপিকা পাডুকোন। গোটা তালিকায় প্রিয়াঙ্কার অবস্থান সাত নম্বরে। তবে তিনি একা এই জায়গা দখল করতে পারেননি। জায়গাটা তিনি ভাগ করে নিয়েছেন ভারতীয়দের ক্রিকেট-ঈশ্বর শচীন টেন্ডুলকারের সঙ্গে।  

বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, গতকাল মঙ্গলবার টুইটার প্রকাশ করে ‘মোস্ট ফলোড ইন্ডিয়ানস অব দ্য ইয়ার ২০১৭’-এর তালিকা। যেখানে ২২.১ মিলিয়ন ফলোয়ার নিয়ে দীপিকা পেছনে ফেলেন প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কার ফলোয়ারের সংখ্যা ২০.৪ মিলিয়ন। গত বছর তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল মাত্র ১৬.৫ মিলিয়ন। 

চলতি বছরে ‘পদ্মাবতী’ বিতর্কে সবার নজরে চলে আসেন দীপিকা। ফলে হু-হু করে বাড়তে থাকে তাঁর ফলোয়ারের সংখ্যা। অন্যদিকে অনেক দিন ধরেই বলিউড থেকে দূরে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের জনপ্রিয় কোয়ান্টিকো ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে বলিউড থেকে হলিউডেই সময় দিয়েছেন তিনি। ফলে ভক্তের সংখ্যায় তিনি আর পেরে ওঠেননি দীপিকার সঙ্গে। 

তবে শীর্ষস্থান দখল করেছেন ভারতের নরেন্দ্র মোদি। তাঁর ফলোয়ারের সংখ্যা ৩৭.৫ মিলিয়ন, যা গতবছর ছিল ২৪.৬ মিলিয়নে। তাঁর পরেই রয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তাঁর ফলোয়ারের সংখ্যা ৩১.৫ মিলিয়ন। প্রায় এক মিলিয়ন ফলোয়ার কম নিয়ে পরের স্থানেই রয়েছেন শাহরুখ খান। চতুর্থ স্থানটি যৌথভাবে দখলে নিয়েছেন সালমান খান। শাহরুখের চেয়ে প্রায় দুই মিলিয়ন কম ফলোয়ার রয়েছে সালমানের। এর পরে রয়েছেন যথাক্রমে অক্ষয় কুমার, আমির খান, দীপিকা পাডুকোন, শচীন টেন্ডুলকার, হৃতিক রোশন, বিরাট কোহলি। 

তাঁদের মধ্যে গত বছরের তুলনায় ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে নরেন্দ্র মোদি ও অক্ষয় কুমারের। গত বছরের তুলনায় এ বছর ভক্ত বেড়েছে প্রায় ৫২ শতাংশ। 

No comments:

Post a Comment