Sunday, December 3, 2017

A wonderful information for women came out বেড়িয়ে এলো নারীদের জন্য ভয়ঙ্কর এক তথ্য



Tablet is the most popular method of birth control for women. However, a recent study shows that side effects of this tablet can cause changes in women's brain.
Only in Germany, more than 60 million women enjoy birth control tablets every day, maybe not knowing the side effects or not.
Research results
Researchers at the University of Jälsebüg of Germany, the University of California, USA and the Harvard Medical School, uncover a dangerous data about the side effects of birth control tablets. Professor Hubert Kershawm of the University of Jalisco University researched the information.
Antibi pill
Researchers say that antibody pills are made in combination with estrogen and progestin hormones. The tablets made with these two hormones do not only prevent ovulation but can also cause structural changes in the forehead and its surroundings. Especially in the case of women between 20 and 25 years of age, this is very much likely to happen. Because, at this time, this sensitive area of ​​their brain gets perfection.
Risk of various diseases
Those who are over 35 years of age or who have extra weight or headaches, birth control mini tablets increase their risk of heart attack or stroke.
Depression and mood swings
Birth control tablebatana little women's mood swings. They may suffer from depression or panic. This is known from a survey of 1054 women. A survey of ten participants in the study said that women are suffering from depression during the tablets.
Missing memory may be lost
Not only that, women may have negative effects on the brain during the treatment of antibi pill, and they may lose some of their memory. And there are vulnerabilities in vocabulary while speaking.
But there are also good news
The good news is that the problems that arise when using the tablet, they are removed after the tablet is dropped. However, the longer the length of the tablet, the easier it is to recover faster.

নারীদের কাছে জন্মনিরোধের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ট্যাবলেট। তবে সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে, এ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া নারীর মস্তিষ্কে পরিবর্তন ঘটাতে পারে।
শুধু জার্মানিতেই ৬০ লাখেরও বেশি নারী দিনের পর দিন জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করেন, হয়তো বা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা সেভাবে না জেনেই।
গবেষণার ফলাফল
জার্মানির জালসবুর্গ বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং হাভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটি বিপজ্জনক তথ্য উন্মোচন করেছেন৷ তথ্যটি জানিয়েছেন জালসবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসার হুবার্ট কের্শবাউম।
অ্যান্টিবেবি পিল
ইস্ট্রোজেন ও প্রোজেস্টিন হরমোনের সমন্বয়ে যে অ্যান্টিবেবি পিল তৈরি হয় তার কথাই বলছেন গবেষকরা। এই দুই হরমোনের সমন্বয়ে তৈরি ট্যাবলেট শুধু ডিম্বস্ফোটনই প্রতিরোধ করে না, পাশাপাশি কপাল এবং তার আশেপাশের অর্থাৎ মস্তিষ্কের কাঠামোগত পরিবর্তনও ঘটাতে পারে৷ বিশেষ করে ২০ থেকে ২৫ বছর বয়সি মেয়েদের ক্ষেত্রে এমনটি হবার আশঙ্কা খুব বেশি থাকে৷ কারণ, এ সময়ে তাদের মস্তিষ্কের এই সংবেদনশীল জায়গাটা পরিপূর্ণতা পায়।
নানা রোগের ঝুঁকি
৩৫ বছরের ওপরে যাদের বয়স বা যাদের অতিরিক্ত ওজন কিংবা মাথা ঘোরার সমস্যা রয়েছ, জন্মনিরোধক মিনি ট্যাবলেট তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।
বিষন্নতা ও মেজাজের ওঠা-নামা
জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবনে অল্পতেই নারীর মেজাজ ওঠা-নামা করে। ভুগতে পারেন তারা বিষন্নতায় অথবা মনে আতঙ্কের ভাব তৈরি হতে পারে। ১০৫৪ জন নারীকে নিয়ে করা এক সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রতি দশ জনের একজন নারী ট্যাবলেট সেবনকালীন সময়ে বিষন্নতায় ভোগার কথা জানিয়েছেন।
স্মৃতিশক্তি লোপ পেতে পারে
শুধু তাই নয়, অ্যান্টিবেবি পিল সেবনকালীন সময়ে নারীদের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং তা থেকে তাদের স্মৃতিশক্তি কিছুটা লোপ পেতে পারে৷ এবং কথা বলতে গিয়ে শব্দভান্ডারেও দুর্বলতা দেখা দেয়।
তবে সুখবরও আছে
ভালো খবর হচ্ছে, ট্যাবলেট সেবনকালে যেসব সমস্যা দেখা দেয়, ট্যাবলেট বাদ দেয়ার পর আবার সেগুলো চলে যায়। তবে ট্যাবলেট সেবনের সময় যত কম দীর্ঘ হয়, দ্রুত সুস্থ হওয়া তত সহজ।

No comments:

Post a Comment