Tuesday, November 28, 2017

Tiger came out of the cage again খাঁচা থেকে বেরিয়ে ফের রাজপথে বাঘ!



Published: 28 November, 01 07 09 Online version


Repeat of Paris's Kand, on the streets of China. Tiger fled to the streets after the circus escaped.

And to get hold of him, the two children wounded by the blows. But after initial treatment, they were released. The incident occurred in Shanxi Province of China. Police have been investigating the incident on November 25.
One eyewitness said, there is no benefit by blaming the tiger. The tiger was kept in a very small cage. He was either annoyed. But the matter is very horrible.

It is known that just one day before, the tiger's cage doors were open.

Probably did not understand that tiger So he is in the cage. He stopped the door after a circus worker noticed him. Ultimately, it is possible to catch the tiger. Circus has been closed for the time being.

প্যারিসের কাণ্ডের পুনরাবৃত্তি চীনের রাস্তায়। ফের সার্কাস থেকে পালিয়ে রাস্তায় নেমে এলো বাঘ।

আর তাকে ধরতে ধুন্ধুমার কাণ্ড!‌ হুড়োহুড়ির জেরে আহত দুই শিশু। তবে প্রাথমিক চিকিৎসার পরে, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে চীনের শাংজি প্রদেশে। ২৫ নভেম্বরের এই ঘটনা কী করে ঘটল, সেটা খতিয়ে দেখছে পুলিশ।  
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বাঘটাকে দোষ দিয়ে লাভ নেই। খুবই ছোট খাঁচার মধ্যে রাখা হয়েছিল বাঘটিকে। সে হয় তো বিরক্ত হয়ে উঠেছিল। তবে সব মিলিয়ে বিষয়টি খুবই ভয়ঙ্কর।   

জানা গেছে, ঠিক একদিন আগেই বাঘটির খাঁচার দরজা খোলা ছিল।

সম্ভবত সেটা বুঝতে পারেনি বাঘটি। তাই খাঁচার মধ্যেই থেকে যায় সে। সার্কাসের এক কর্মীর নজরে পড়ায় তিনি তড়িঘড়ি দরজা বন্ধ করে দেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য বাঘটিকে ধরা সম্ভব হয়েছে। সার্কাস আপাতত বন্ধ রাখা হয়েছে।

No comments:

Post a Comment