Tuesday, November 28, 2017

The way to save the child from the urine irritation উকুনের জ্বালা থেকে শিশুকে বাঁচানোর উপায়


Each family has panic about the lice. If there is a schoolboy child in that family, then there is no word.

The running panic, whose hair is filled with a 'shove', makes it easy for the classmates to fill the head. After that the parents may or may even have a shelter in the house.
In fact, lice are not very harmful, but regular head itching keeps the discomfort continuous, as well as the younger members of the family as well. So the child's constant head scratching ensures that the arrival of this annoying uninvited guest in your family. They carry this insect from where they live in school, playground or long periods of time. It is rapidly infected from one head to another.

I want to escape from this, which is not easy at all. Firstly, the chemical used in market shampoo shampoo is a little more harmful for your child. Buying shampoo is less expensive than buying.

Secondly, as well as the use of shampoo more than once, the need for a long time to choose lice, which is the smallest member of the family who is not in use. Because its application enhances the frustration of kachikanga instead of comfort on the head. But to get rid of lice you have to be a bit of patience.
What is needed:

Toss to choose a lice
Mouthwash
White wine vinegar
A plastic bag or shower cap
Towels

What to do:

First wash the hair with mouthwash. Then hook them into plastic or shower caps.
This is to be kept for one hour. It will become impatient for you like the lice. They will be completely niggle with the smell of mouthwash.
Then wash the hair. The primary job is finished. When the hair is wet, then put white wine vinegar in it. It licks twelve lice of lice. This way, however, one more hour must wait.

So far this has been a lot of work. Wash the hair with the shampoo that is used now. Bring the head with the lice of the lice.
Still, if your child licks the lungs, then spray the mouthwash before going to school. So their temperament will be in furfure. The lice will not have the courage to bathe in the head.

প্রতিটি পরিবারেই উকুন নিয়ে আতঙ্ক আছে।   সেই পরিবারে যদি কোনো স্কুলপড়ুয়া শিশু থাকে তাহলে কথাই নেই।

যার চুলের মাধ্যমে ‘চালান’ হয়ে সহপাঠীদের মাথায় খুব সহজেই ভরে যায় এই চলমান আতঙ্ক। যা পরে পাকা আস্তানা হতে পারে বাবা-মা বা সেই বাড়ির অন্যদের মাথাতেও।
আদতে উকুন তেমন ক্ষতিকারক না হলেও নিয়মিত মাথা চুলকানি ক্রমাগত অস্বস্তিতে রাখে বড়দের পাশাপাশি পরিবারের ছোট সদস্যদেরও। তাই ছোটদের অনবরত মাথা চুলকানো নিশ্চিত করে দেয় আপনার পরিবারে এই বিরক্তিকর অনাহূত অতিথির আগমন। মূলত স্কুল, খেলার মাঠ বা দীর্ঘ সময় যেখানে পাশাপাশি থাকতে হয় সেখান থেকে তারা এই পোকাটিকে বয়ে আনে। দ্রুত এক মাথা থেকে আর এক মাথায় সংক্রমিত হয়।

এবার চাই এর থেকে নিষ্কৃতি, যা মোটেই সহজ নয়। প্রথমত, বাজারচলতি শ্যাম্পুতে ব্যবহৃত রাসায়নিক আপনার শিশু সন্তানের জন্য একটু বেশিই ক্ষতিকারক। বারবার শ্যাম্পু কিনলে খরচটা নেহাত কম হয় না।

দ্বিতীয়ত, একাধিকবার শ্যাম্পুর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন উকুন বাছার জন্যে ঘন দাড়াবিশিষ্ট বিশেষ চিরুণির, যা ব্যবহারে নারাজ পরিবারের ছোট সদস্যটি। কারণ এটির প্রয়োগ মাথায় আরামের বদলে কচিকাঁচাদের বিরক্তি বাড়ায়। তবে উকুন থেকে মুক্তি পেতে আপনাকে বেশ খানিকটা ধৈর্য ধরতে হবে।
কী কী প্রয়োজন:

একটি উকুন বাছার চিরুণি
মাউথওয়াশ
হোয়াইট ওয়াইন ভিনিগার
একটি প্লাস্টিকের ব্যাগ বা শাওয়ার ক্যাপ
তোয়ালে

কী করবেন:

প্রথমে মাউথওয়াশ দিয়ে চুল ভিজিয়ে নিন। এরপর চুলের গোছা প্লাস্টিক বা শাওয়ার ক্যাপে মুড়িয়ে নিন। 
এভাবে এক ঘণ্টা রাখতে হবে। এতে আপনার মতো অধৈর্য হয়ে পড়বে উকুনগুলো। মাউথওয়াশের গন্ধে ওরা একেবারে নাজেহাল হবে। 
এরপর চুলটা ধুয়ে নিন। প্রাথমিক কাজ শেষ। চুল যখন ভেজা অবস্থায় তখন তাতে হোয়াইট ওয়াইন ভিনিগার দিন। এতে উকুনের ডিমের বারোটা বাজবে। এভাবে অবশ্য আরও একটা ঘণ্টা অপেক্ষা করতে হবে।

এই পর্যন্ত কাজ অনেকটাই হয়ে গেল। এবার যে শ্যাম্পু ব্যবহার করেন তা দিয়ে চুলটা ধুয়ে ফেলুন। উকুন বাছার চিরুণি দিয়ে মাথা আঁচরান। 
এরপরও কোনোভাবে আপনার বাচ্চা উকুন ‘বয়ে’ আনলে স্কুলে যাওয়ার আগে একবার মাউথওয়াশ স্প্রে করে দিন। তাতে ওদের মেজাজটাও ফুরফুরে থাকবে। উকুন মাথায় বাসা বাঁধার আর সাহসও পাবে না।

No comments:

Post a Comment