Sunday, November 26, 2017

রান্নাঘরেই রয়েছে মাথার ব্যথা, গাঁটের ব্যথার সমাধান In the kitchen there is headache, knee pain solution



Our kitchen will be bitter. Teeth leaf is used mainly to increase the taste of cooking.

But not only to increase the taste of cooking, the leaves of this bay leaf have several other qualities. There are some qualities in the bayagaya, which can cause headache, knee pain. Even this leaf keeps you healthy with stress.
And instead of using medicines, using this natural thing gets solution and no medicines are needed. So make bay leaf oil with the help of bay leaf oil. Find out from today's report, how to make this 'Bay-Leaf Oil'

1. Take 250 grams of olive oil and 30 grams of teaspoon.

2. Olive oil drops bayadata cut into the pan.


3. Next, fill a baking sheet of olive oil in a glass bottle. Place this bottle in a dark place for two weeks.

4. Do not stir the bottle over this 2 weeks.

5. After 2 weeks, put it through a cloth and pour it into another bottle.

6. Place the bottle in a cool place. Whenever there is pain in any part of the body, apply this oil.

Not only to relieve pain, skin is better when bilapetha oil starts. If you have skin problems, you can use it. If there is a stomach problem, you can drink Tejpata-Tea. This also leads to food.

আমাদের রান্নাঘরে তেজপাতা থাকবেই। রান্নায় স্বাদ বাড়াতেই তেজপাতা মূলত ব্যবহার করা হয়।

কিন্তু শুধু রান্নার স্বাদ বৃদ্ধিতেই নয়, এই তেজপাতার পাতার রয়েছে আরও বেশ কিছু গুণ। তেজপাতার মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যাতে মাথার ব্যথা, গাঁটের ব্যথা দূর হয়। এমনকী, স্ট্রেস থেকেও সুস্থ রাখে এই পাতা।  
আর ওষুধের পরিবর্তে এই প্রাকৃতিক জিনিস ব্যবহার করে সমাধান পেলে আর ওষুধের দরকার পড়ে না।  তাই বাড়িতেই তেজপাতা দিয়ে বানিয়ে ফেলুন ‘বে-লিফ অয়েল’ বা তেজ পাতার তেল। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কীভাবে বানাবেন এই ‘বে-লিফ অয়েল’- 

১। ২৫০ মিলি অলিভ অয়েল আর ৩০ গ্রাম তেজপাতা নিন।  

২। অলিভ অয়েলের মধ্যে তেজপাতা কুচি করে ডোবান।


৩। এরপরে একটি কাচের বোতলে তেজপাতা কুচি মেশানো অলিভ অয়েল ভরুন। এই বোতল ২ সপ্তাহের জন্য এক অন্ধকার জায়গায় রেখে দিন।

৪। এই ২ সপ্তাহে সেই বোতল বেশি নাড়াচড়া করাবেন না।  

৫। ২ সপ্তাহ পরে কাপড়ের মাধ্যমে ছেঁকে অন্য একটি বোতলে ঢালুন।  

৬। এবার সেই বোতল ঠান্ডা জায়গায় রেখে দিন। যখনই শরীরের কোনও অংশে ব্যথা হবে, এই তেল লাগান।  

শুধু ব্যথা দূর করতেই না, তেজপাতা তেল লাগালে ত্বকও ভাল হয়। ত্বকের সমস্যা থাকলে ব্যবহার করতে পারেন। পেটের সমস্যা হলে তেজপাতা-চা খেতে পারেন। এতে খিদাও বাড়ে।   

No comments:

Post a Comment