The problem is not as complex as the egg before egg or vegetarian before egg? The solution to this debate is elusive. Finally, the scientists informed that the actual position of the egg in the diet.
There is no food in the list of rosary for people who do not have eggs. But many people think of meat away from the eggs. Because, the egg is made from chicken body. And chickens are the living things. In this argument, egg protein like a part. But there is a reverse logic.
However, after a lot of research, scientists say that egg is not vegetarian, but vegetarian. Their argument, 3 parts of the egg. Egg shells, yolk and white parts.
Research says the white part of the egg is made of protein only. Protein and cholesterol in the kusum. The eggs that are sold for the market are uncertain. He does not have any embryos. That is, there is no possibility of being evil on the life of eating these eggs.
‘ডিম আগে নাকি মুরগি আগে?’ এই জটিল ধাঁধার সমাধান যেমন আজ পর্যন্ত হয়নি, তেমনই ডিম আমিষ না নিরামিষ? এই বিতর্কের সমাধান অধরা। অবশেষে বিজ্ঞানীরা জানিয়েই দিলেন, খাদ্যতালিকায় ডিমের আসল অবস্থান।
রোজের খাবারের তালিকায় ডিম থাকে না এমন মানুষ মেলা ভার। তবে আমিষ ভেবে অনেকেই ডিম থেকে দূরে থাকেন। কারণ, ডিম মুরগির শরীর থেকে তৈরি হয়। আর মুরগি জীবন্ত জিনিস। এই যুক্তিতেই একাংশের মত ডিম আমিষ। তবে পালটা যুক্তিও রয়েছে।
তবে বিস্তর গবেষণার পর বিজ্ঞানীরা জানাচ্ছেন ডিম মোটেও আমিষ নয়, বরং নিরামিষ। তাঁদের যুক্তি, ডিমের ৩টি অংশ। ডিমের খোসা, কুসুম এবং সাদা অংশ।
গবেষণা বলছে ডিমের সাদা অংশ শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি। আর কুসুমে রয়েছে প্রোটিন ও কোলেস্টেরল। বাজারে খাওয়ার জন্য যে ডিম বিক্রি হয় তা অনিষিক্ত। তার মধ্যে কোনও ভ্রুণ থাকে না। অর্থাত্ এই ডিম খেলে জীবহত্যার দায়ে দুষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই।
No comments:
Post a Comment