Sunday, November 26, 2017

মৃত্যুর পাঁচ বছর পর মেয়েকে জন্মদিনে ফুলের তোড়া পাঠালেন বাবা

After five years of death, the father sent a bouquet of flowers on the birthday of the girl
America's Bailey Sellers gifted a bouquet of flowers for the last time from the deceased father on 21st birthday.

Bailey was 16 when his father Michael William Sellars died of cancer.

Before the death, she arranged for sending a bouquet of flowers along with a letter to the girl's birthday for the next five years.

From then on every year, there is a letter of flowers bearing a letter to Bailey, the US native of Tennessee, Noxville.

This last year's father's last letter, written on Bailey's 21st birthday, was written, 'I will always be with you in every achievement. You can see me when you look around. This is the last reminder of my love to send you until we meet again. '

There is a lot of discussion going on with social media by tweeting the last letter sent by Bailey's father.



On Twitter, in her childhood, she posted pictures of her father, flowers and letters of the year, Bailey wrote how much she missed Baba.

Baili's post has been retweeted more than 250,000 so far. And the emotional tweet liked eleven million people.
২১ বছরের জন্মদিনে মৃত বাবার কাছ থেকে শেষবারের মত ফুলের তোড়া উপহার পেলেন যুক্তরাষ্ট্রের বেইলি সেলারস।

বেইলি'র বয়স যখন ১৬ তখন তার বাবা মাইকেল উইলিয়াম সেলারস ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।

মৃত্যুর আগে পরের পাঁচ বছরের জন্য মেয়ের জন্মদিনে একটি চিঠিসহ ফুলের তোড়া উপহার পাঠানোর ব্যবস্থা করে যান তিনি।

এরপর থেকে প্রতিবছর জন্মদিনে একটি চিঠিসহ ফুলের তোড়া পেয়ে আসছেন যুক্তরাষ্ট্রের টেনেসি'র নক্সভিলের বাসিন্দা বেইলি।

এবছর বেইলি'র ২১তম জন্মদিনে পাওয়া বাবার শেষ চিঠিতে লেখা ছিল, 'তোমার প্রতিটি অর্জনে আমি সবসময় তোমার সাথে থাকবো। চারপাশে তাকালেই তুমি আমাকে দেখতে পাবে। আবার আমাদের দেখা হওয়ার আগ পর্যন্ত এটিই তোমাকে পাঠানো আমার ভালোবাসার শেষ স্মারক। '

বেইলির বাবার পাঠানো শেষ চিঠিটি নিয়ে করা টুইট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে।



টুইটারে ছোটবেলায় বাবার সাথে তোলা ছবি, প্রতিবছর পাওয়া ফুল আর চিঠির ছবি পোস্ট করে বেইলি লিখেছেন বাবাকে কতটা মিস করেন তিনি।

এ পর্যন্ত আড়াই লাখের বেশি রিটুইট করা হয়েছে বেইলির সেই পোস্টটি। আর আবেগঘন টুইটটি লাইক করেছেন এগারো লাখ মানুষ।

No comments:

Post a Comment