এ চাঞ্চল্যকর উক্তি নাকি বলিউডের অতি পরিচিত মুখ, জারিন খানের। সূত্র মতে, তিনি জানিয়েছেন, অকসর ২ ছবির প্রচারের সময়েই তাঁর সঙ্গে এই ঘৃণ্য ঘটনা ঘটেছে। আর চিত্রনির্মাতারা তাঁকে কোনওভাবেই সাহায্য করেননি সেই সময়ে।
তবে জানা যায়, এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন তাঁরা৷ তাঁদের মতে, ছবির প্রচারের সময় নির্মাতাদের এমন সমস্যায় ফেলেন অভিনেত্রী যে তাঁদের খুবই অসুবিধার মুখে পড়তে হয়। তবে এমন ঘটনা নাকি এর আগেও করেছেন জারিন, অভিযোগ নির্মাতাদের। অকসর ২ ছবির প্রচারের সময়েও ঘটনার পুনরাবৃত্তি করেন। ছবির প্রচারে সম্পূর্ণ সময় থাকতে চাননি। যা নিয়ে ঝামেলাও হয়৷ তবে জারিনকে নিরাপদে হোটেলে পৌঁছে যেতে গাড়িরও ব্যবস্থা করেন তাঁরা। কিন্তু জারিন হোটেলে পৌঁছে মুম্বইয়ে চলে যান কাওকে কিছু না জানিয়ে।
অন্যদিকে, জারিনের অভিযোগ, তাঁকে জানানো হয়েছিল, অকসর ২ ছবির বিষয়ে যা বলা হয়েছিল, বাস্তবে তা হয়নি। তাকে প্রতিটি ফ্রেমে যতটা সম্ভব কম পোশাক পরতে বলা হয় যার বিরোধিতা করেন তিনি। কিন্তু তিনি ছবি ছেড়ে বেরিয়ে আসেনি। কারণ তিনি সমাধানের পথে হাঁটতে চেয়েছিলেন। কিন্তু প্রতিদিনই তাঁর পোশাক পরিবর্তন করে দেওয়া হত, এবং বোল্ড লুকে ফ্রেমবন্দি করার চেষ্টা হত। এমনকি চুম্বন দৃশ্যও যেন জোর করে ঢোকানো হয়েছিল বলে মনে করেন তিনি।
আবার প্রচার বিতর্ক নিয়ে তিনি জানান, তাঁকে এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। যেভাবে একজন মহিলার সঙ্গে আচরণ করা উচিত তাও তাঁর সঙ্গে নাকি হয়নি। তাই তিনি বেরিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁর গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে তাঁর শ্লীলতাহানিও হতে পারত উপস্থিত জনতার মধ্যে। কিন্তু তিনি কোনওরকমে সেখান থেকে বেরিয়ে যান।
ছবি প্রসঙ্গেও জারিন তাঁর ক্ষোভ উগরে দিয়ে বলেন, তিনি এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছিলেন, কিন্তু তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে তার জন্য তিনি আদালতের দ্বারস্থও হতে পারতেন। যারা তাঁকে এই অবস্থার মধ্যে ফেলেছিল তাদের মুখ আর কখনও দেখবেন না বলেই নাকি স্পষ্ট জানান জারিন খান।
No comments:
Post a Comment