Wednesday, November 29, 2017

After the sari, the social media again got ridiculed Fatima শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ফের বিদ্রুপের শিকার ফাতিমা



Bollywood actresses are now facing controversy when they upload photos to social sites. Swimsuit from sarisutake, why not wear, why are they being hunted?

  Rabina Tandan, Soha Ali Khan, Deepika Padukone, who does not have that list. 'Dangal' actress Geeta Fogat (Fatima Sana Sheikh) is not outside the list.
Fatima himself has been involved in several years of clothing debate. But this time it is no longer a debate, its new picture has thrown up a loud noise in Nedunya. Because of the picture taken after the sari, many of them compared with another Bollywood actress Katrina Kaif. Someone again saw a stain on his navel, also questioned about it.

On Monday social networking site Instagram sent a picture after the sari Fatima. After that, his fans continued to comment one after the other. Someone compared Katrina with her, somebody also saturated Fatima.


But why are some people stain with Fatimar's navel again? They also ask that question. But the heroine did not answer any of these. In the same way, a few days ago, Fatima got involved in a debate on Nadia in order to give a picture later. After that the actress gave the brick brick answer to Patkal. But now what he does, see that now.

বর্তমানে সোশ্যাল সাইটে ছবি আপলোড করলেই বিতর্কের মুখে পড়তে হচ্ছে বলিউড অভিনেত্রীদের। শাড়ি থেকে সুইমস্যুট, পরনে যাই থাকুক না কেন হেনস্তার শিকার হচ্ছেন তারা।

  রবিনা ট্যান্ডন, সোহা আলি খান থেকে শুরু করে দীপিকা পাডুকোন, কে নেই সেই তালিকায়। 'দঙ্গল' অভিনেত্রী গীতা ফোগাট অর্থাৎ ফাতিমা সানা শেখও সেই তালিকার বাইরে নয়।   
ফাতিমা নিজেও এর আগে বেশ কয়েকবার পোশাক বিতর্কে জড়িয়েছেন। তবে এবার আর বিতর্ক নয়, তার নতুন ছবি নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। শাড়ি পরে তোলা সেই ছবিটির কারণে অনেকেই তার সঙ্গে আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের তুলনা করে রীতিমতো বিদ্রুপ করেছেন। কেউ আবার তার নাভির কাছে একটি দাগ দেখে, সেই নিয়েও প্রশ্ন তোলেন।

সোমবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে শাড়ি পরে একটি ছবি পোস্ট করেন ফাতিমা। এরপর তার অনুরাগীরাই এরপর একের পর এক মন্তব্য করতে থাকেন। কেউ তাঁর সঙ্গে ক্যাটরিনার তুলনা করেন, কেউ আবার ফাতিমাকে বিদ্রুপও করেন।


তবে কয়েকজন তো আবার ফতিমার নাভির কাছে দাগ কেন? সেই প্রশ্নও করেন। তবে নায়িকা এসবের কোনও জবাব দেননি। কয়েকদিন আগেও এভাবেই শাড়ি পরে একটি ছবি দেওয়ার জন্য নেটদুনিয়ায় বিতর্কে জড়িয়েছিলেন ফতিমা। পরে যদিও সেবার ইটের জবাব পাটকেলে দিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার কী করেন, এখন সেটাই দেখার।

No comments:

Post a Comment