Tuesday, January 23, 2018

গোলাপজলের ছোঁয়ায় ফিরবে আপনার হারিয়ে যাওয়া উজ্জলতা Your lost glow will return to the touch of pink

Many of us know that pink is a very good thing for our skin. But what are some of us who use rosepot every day? Gunnel may be able to see that only 100 out of 100 people use the rose pills every day.

There are many people among them who do not know much about the greatness of Gulabazal. However, there is a very cheap and easy to find, which is available in any market in the market.

After bathing every day, take a little rosewood with face, hands and feet, and after shampoo, you can apply the hair conditioner like the hair. After scrubbing your face, you can use rose to remove the roughness of the face. I think, I will do all this, but why should I?



Because this rose is very useful for skin and hair. On the one hand, such as rose skin helps remove oil oils, so also the skin is particularly effective in spinning the skin. In addition to removing the blackness of the bron or the skin, there is almost no such thing as a rose-like thing. Also to fix skintone and to remove Santan, the pink is also useful.

This pink rose too easily eliminates hair roughness and dandruff problems. Occasionally, the temporary irritation of the body in the cut part is removed. Again, too many times to remove any stains in the body, the rose is very important.

There is also some antioxidant in the rose. Which also helps to prevent aging print on the skin. But when you go to the shop to buy a rose, you must keep in mind that the market is not mixed with current chemicals. Because the pink will not do any work.


আমরা অনেকেই জানি গোলাপজল আমাদের ত্বকের জন্য অত্যন্ত ভাল একটা জিনিস। কিন্ত আমাদের মধ্যে ক’জন আছেন যাঁরা প্রতিদিন গোলাপজল ব্যবহার করেন? গুনলে হয়ত দেখা যাবে, ১০০ জনের মধ্যে মাত্র ১০ জন প্রতিদিন গোলাপজল ব্যবহার করেন।

তাদের মধ্যে আবার অনেকেই আছেন যারা গোলাপজলের মাহাত্ম্য সম্পর্কে প্রায় কিছুই জানেননা। অথচ গোলাপজল কিন্ত অত্যন্ত সস্তা এবং সহজলভ্য একটি জিনিস, যা বাজারে যে কোনও দোকানে খুঁজলেই পাওয়া যায়।

প্রতিদিন স্নান করার পর অল্প একটু গোলাপজল নিয়ে মুখে, হাতে এবং পায়ে লাগিয়ে নেবেন, আর শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনারের মতো গোলাপজল লাগাতে পারেন। মুখে স্ক্রাব করার পরও মুখের রুক্ষতা দূর করতে গোলাপজল ব্যবহার করতে পারেন। মনে মনে ভাবছেন নিশ্চই এতকিছু তো করব, কিন্ত কেন করব?



কারণ হল এই গোলাপজল ত্বক এবং চুলের জন্য খুবই উপকারি। একদিকে যেমন গোলাপজল ত্বকের তেলতেলেভাব দূর করতে সাহায্য করে, তেমনই আবার ত্বকের রুক্ষতা কাটাতেও গোলাপজল বিশেষভাবে কার্যকরী। এছাড়া ব্রন বা ত্বকের কালোভাব দূর করতেও গোলাপজলের মতো ভাল জিনিস প্রায় হয় না বললেই চলে। আবার স্কিনটোন ঠিক করতে আর সানট্যান দূর করতেও গোলাপজল উপকারি।

এই গোলাপজল আবার চুলের রুক্ষতা ও খুশকির সমস্যাকেও অনায়াসেই দূর করে দেয়। কখনও কখনও শরীরের কাটা অংশে গোলাপজল লাগিয়ে দিলে সাময়িক জ্বালাভাব দূর হয়ে যায়। আবার অনেকসময় শরীরের কোনও কাটা দাগ দূর করতেও গোলাপজল ভীষণরকম প্রয়োজনীয়।

এছাড়া গোলাপজলের মধ্যে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। যা ত্বকে বয়সের ছাপ পড়া রুখতেও সাহায্য করে। তবে দোকানে যখন গোলাপজল কিনতে যাবেন, তখন অবশ্যই মাথায় রাখবেন সেই গোলাপজলে যেন কোনওরকম বাজার চলতি কেমিক্যাল মেশানো না থাকে। কারণ তবে সেই গোলাপজল কোনও কাজই করতে পারবে না।

No comments:

Post a Comment