Thursday, January 25, 2018

দুধের কিছু অজানা ব্যবহার Some unknown uses of milk

Calcium and Protein-rich milk are very effective for good health at any age. But there are many other uses of milk that are unknown to us. Yes, there are more different types of milk in addition to drinking or making fun food.

1. To heal the insect bite
Any insect bite is painful. This pain of the insect can help to relieve irritation by milk. Make paste with milk and salt. Place this paste in place of insect bite. This mixture will reduce the skin irritation as well as reduce the inflammation.

2. To make skin things shiny
Leather goods lose quick brightness. There is no milk pair to bring back this brightness. Dry a piece of cloth and remove the leather goods with it. Then wait for a while. It will dry up and see the sign of the previous.

3. To clean the furniture
Mix the mixture with milk and lemon juice together in the spray bottle. Spray on wooden furniture. Milk removes dust from the furniture to increase the brightness of the furniture.

4. To bring the taste of fresh fish in the refrigerator
Many times the deep fries remain raw fish. Due to freezing too much the taste of the fish is completely destroyed. This problem will remove milk. Fish out from the fridge and keep the fish in cold water for 30 minutes. Then cook it. You will see the taste of fish come back and there is no smell.

5. To remove stains from clothes
Milk that can use to remove stains from clothes. It is quite useful to remove milk spots even though it sounds a bit weird. Slip some of the pen on the ink stains and rub it for a while. Keep this detergent soaked throughout the night. Wash the next morning.


যে কোনো বয়সে সুস্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম ও প্রোটিনসমৃদ্ধ দুধ অনেক বেশি কার্যকরী। তবে দুধের অন্য অনেক ব্যবহার আছে যা আমাদের কাছে অজানা। হ্যাঁ, পান করা বা মজাদার খাবার তৈরি করা ছাড়াও দুধের আরও কিছু ভিন্ন ব্যবহার আছে। 

১। পোকার কামড় সারিয়ে তুলতে
যে কোনো পোকার কামড় ব্যথাময়। পোকার এই ব্যথা জ্বালাপোড়া সারিয়ে তুলতে পারবেন দুধ দিয়ে। দুধ এবং লবণ দিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি পোকার কামড়ের স্থানে লাগান। এই মিশ্রণটি ত্বকের চুলকানি কমানোর পাশাপাশি ফোলাভাব কমিয়ে দেবে।  

২। চামড়ার জিনিস চকচকে করতে
চামড়ার জিনিসপত্র দ্রুত উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এই উজ্জ্বলতা ফিরে আনতে দুধের জুড়ি নেই। একটি কাপড় দুধে ভিজিয়ে সেটি দিয়ে চামড়ার জিনিসপত্র মুছে ফেলুন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেল দেখবেন আগের মত সাইন করছে।

৩। আসবাবপত্র পরিষ্কার করতে
স্প্রে বোতলে দুধ এবং লেবুর রস একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। কাঠের আসবাবপত্রের উপরে স্প্রে করুন। দুধ আসবাবপত্র থেকে ধুলাবালি ময়লা দূর করে আসবাবপত্রে উজ্জ্বলতা বৃদ্ধি করে।

৪। ফ্রিজে রাখা মাছের স্বাদ ফিরিয়ে আনতে
অনেক সময় ডিপ ফ্রিজে কাঁচা মাছ রয়ে যায়। বেশিদিন ফ্রিজে থাকার ফলে মাছের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই সমস্যা দূর করে দেবে দুধ। ফ্রিজ থেকে মাছ বের করে ঠান্ডা ছাড়িয়ে মাছ দুধ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর রান্না করুন। দেখবেন মাছের স্বাদ ফিরে এসেছে এবং গন্ধও নেই একেবারে।   

৫। কাপড় থেকে দাগ তুলতে
কাপড় থেকে দাগ তুলতে ব্যবহার করতে পারেন দুধ। কিছুটা অদ্ভুত শোনালেও দুধ দাগ দূর করতে বেশ কার্যকর। কলমের কালি দাগের উপর কিছুটা দুধ দিয়ে দিন কিছুক্ষণ ঘষুন। এই দুধে কাপড়টি সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ধুয়ে ফেলুন।

No comments:

Post a Comment