Sunday, January 7, 2018

কীভাবে নখের হলদে ভাব দূর করবেন How to remove the yellowing of the nails

Many people suffer from problems in getting yellow nails yellow. Sometimes the use of dark color nail polish makes nails yellow. In this case, before using the dark color nail polish, you can use a clear neal polish of light beige. Besides nail polish, nail yellow may be due to fungal infections, liver problems and irregularities in living conditions. But with the natural ingredients, you can overcome these problems with nails. In this case, take a look at these tips from Top Ten Home Remedies website.

1. Take a lemon juice in a bowl and keep the nails in between 10 to 15 minutes. Now rub the nails for a while with a soft toothbrush. Then wash the nails with light hot water and apply moisturizer. Use lemon juice twice a day to get good results.

2. Mix one table spoon with hydrogen peroxide together with two table spoons baking soda in a bowl. Now wait for three to four minutes with a cotton ball and nail it. Then wash it with light hot water. Use this pack every day for six to eight weeks.



3. Mix one tablespoon baking soda with half a teaspoon olive oil and one teaspoon lemon juice and make a thick mix. Now apply this mixture in a brush and rub it nails. Wait five minutes Then wash it with light hot water. Use this pack for two weeks.

4. Toothpaste on nails and wait 10 minutes. Now a little brush with a brush. Remove the nails by adding hot water. Use it for two to three days a week in a stretch.

5. Wait a few hours on the nails, with the tree oil. Then wash it with light hot water. Give this oil to nail a few nights a day.

অনেকেই হাতের নখ হলদে হয়ে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন। অনেক সময় গাঢ় রঙের নেইল পলিশ ব্যবহারের কারণে নখ হলদে হয়ে যায়। এ ক্ষেত্রে গাঢ় রঙের নেইল পলিশ ব্যবহারের আগে নখে হালকা বেইজের স্বচ্ছ নেইল পলিশ ব্যবহার করতে পারেন। নেইল পলিশ ছাড়াও ফাঙ্গাল ইনফেকশন, লিভারের সমস্যা ও জীবনযাপনে অনিয়মের কারণে নখ হলুদ হয়ে যেতে পারে। তবে প্রাকৃতিক উপাদান দিয়ে নখের এই সমস্যা দূর করতে পারেন। এ ক্ষেত্রে টপ টেন হোম রেমেডিস ওয়েবসাইটের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

১. একটি বাটিতে লেবুর রস নিয়ে তাতে ১০ থেকে ১৫ মিনিট নখ ভিজিয়ে রাখুন। এবার একটি নরম টুথব্রাশ দিয়ে কিছুক্ষণ নখগুলো ঘষে নিন। এরপর হালকা গরম পানি দিয়ে নখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। ভালো ফল পেতে প্রতিদিন দুবার লেবুর রস এভাবে ব্যবহার করুন।

২. একটি বাটিতে দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ হাউড্রোজেন পারঅক্সাইড একসঙ্গে মিশিয়ে নিন। এবার একটি তুলার বলে এই মিশ্রণ নিয়ে নখে লাগিয়ে তিন-চার মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ছয় থেকে আট সপ্তাহ এই প্যাক প্রতিদিন ব্যবহার করুন।



৩. এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে আধা চা চামচ অলিভ অয়েল ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার একটি ব্রাশে এই মিশ্রণ লাগিয়ে নখে ঘষুন। পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুই সপ্তাহ টানা এই প্যাক ব্যবহার করুন।

৪. নখের ওপর টুথপেস্ট লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার একটি ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষুণ। তুলায় গরম পানি লাগিয়ে নখগুলো মুছে নিন। টানা এক মাস সপ্তাহে দু-তিনদিন এটি ব্যবহার করুন।

৫. নখের ওপর কয়েক ফোটা টি ট্রি অয়েল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা কয়েক মাস দিনে দুবার নখে এই তেল দিন।

No comments:

Post a Comment