File images
Many go out or go somewhere in the form of work. The hotel has to be used in the hotel. Those who have lived in the hotel have surely noticed that almost all the hotel bed linen, pillows, everything is white.
But sometimes the question arises why the question arises. There are several reasons behind this. Let's know those factors-
1) In the hotel room in 1990, the use of white sheets and pillow-towel was widely used. Westin makes this issue popular. The white bed creates a "halo". As the guests enter the room, they may think that this room is cleaned up. So the use of these white sheets continues to grow.
2) The white color emphasizes the whiteness and cleanliness of the human mind. This color is considered to have a positive response on the mind.
3) White color reflects light. This makes the hotel room more bright.
4) If the sheet-pillow is a little messy then it can be washed and then washed together. There may be fear of painting in color from one to the other.
5) White colors also seem to be a symbol of luxury, so many hotels use white sheets in the bed, but not all are luxurious, but almost everyone uses it.
অনেকেই ঘুরতে বাইরে যান অথবা কাজের সূত্রে দূরে কোথাও যান। প্রয়োজনে উঠতে হয় হোটেলে। যারা হোটেলে থেকেছেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে প্রায় সব হোটেলের বিছানার চাদর, বালিশ সব কিছুই সাদা হয়।
কিন্তু কখনও মনে প্রশ্ন জেগেছে কি এরকম কেন করা হয়। এর পিছনে রয়েছে বেশ কিছু যুক্তি। চলুন জেনে নেওয়া যাক সেইসব কারণগুলি-
১) ১৯৯০ সালে হোটেলের রুমে সাদা চাদর-বালিশ-তোয়ালের বহুল ব্যবহার শুরু হয়। ওয়েস্টিন এই বিষয়টিকে জনপ্রিয় করে তোলে। সাদা বিছানা একটি “halo” সৃষ্টি করে। অতিথিরা তাই রুমের মধ্যে প্রবেশ করা মাত্রই তাদের মনে হতে পারে এই মাত্র রুমটিকে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে৷ তাই এই সাদা চাদরের ব্যবহার ক্রমাগত বাড়তে থাকে।
২) সাদা রং মানুষের মনে শুভ্রতা এবং পরিচ্ছন্নতার ওপর জোর দেয়। এই রং মনের ওপর ইতিবাচক প্রবাব ফেলে বলে মনে করা হয়।
৩) সাদা রং আলোর প্রতিফলন ঘটায়৷ যার ফলে হোটলের রুম আরও উজ্জ্বল বলে মনে হয়।
৪) চাদর-বালিশ একটু নোংরা হলে একইসঙ্গে ভিজিয়ে তা ধোওয়া যায়। অন্যান্য রংয়ের হলে একটার থেকে অন্যটাতে রং লেগে যাওয়ার ভয়ও থাকতে পারে।
৫) সাদা রং বিলাসিতার প্রতীক বলেও মনে করেন অনেকে, তাই হোটেল বেশি বিলাসবহুল না হলেও বিছানায় সাদা চাদর ব্যবহার কিন্তু প্রায় সকলেই ব্যবহার করে।
No comments:
Post a Comment