Sunday, December 24, 2017

'ওয়ান্ডার ওম্যান'র পর্ন ভিডিও ভাইরাল Wonder Woman's porn video viral

After the film 'Justice League', the Israeli actress Gal Gaudot discussed the discussion. His 'Wonder Woman' film has also been discussed quite a lot. Since then, he has been heading news for several reasons.

But this time due to the Gal Gadt discussion it is not just him, it is unexpected to everyone. His porn video has become viral on the Internet. Earlier, porn video of Hollywood actress Scarlett Johansson and singer Taylor Swift was viral.

Gall Geddot's porn video fake. His face was cut off. A raped user called 'dipfikes' has done a terrible job. Google Open Source Mouse Learning Tool is open for everyone to make fake porn videos easily. And it is embarrassing for the Namdami stars.

'জাস্টিস লিগ' ছবিটি করার পর থেকেই আলোচনায় ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট। তার 'ওয়ান্ডার ওম্যান' ছবিটিও বেশ আলোচিত হয়েছে। এরপর থেকে নানা কারণে খবরের শিরোনাম হচ্ছেন তিনি।


কিন্তু এবার যে কারণে গ্যাল গ্যাডট আলোচনায় সেটি শুধু তার নয়, সবার কাছেই অপ্রত্যাশিত। তার পর্ন ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। এর আগে হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন ও গায়িকা টেইলর সুইফটেরও পর্ন ভিডিও ভাইরাল হয়েছিল।

গ্যাল গ্যাডটের ওই পর্ন ভিডিও নকল। তার মুখ কেটে লাগিয়ে দিয়ে হয়েছে। 'ডিপফেইকস' নামের এক রেডিট ইউজার এ জঘন্য কাজটি করেছে। গুগলে ওপেন সোর্স ম্যাশিন লার্নিং টুল সবার জন্য উন্মুক্ত হওয়ায় চাইলে সহজেই নকল পর্ন ভিডিও বানানো যায়। আর এতে বিব্রত হচ্ছেন নামীদামি তারকারা।

No comments:

Post a Comment