Sunday, December 17, 2017

বিগ বস প্রতিযোগী আরশির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Warrant for arrest against Big Boss Competitor Arshi

Big boss in the most controversial Indian TV reality show. The color channel program means that many types of yummy news. The Jaldhandar magistrate court has issued a warrant against the country's Big Bash Season 11 contestant Arshi Khan.

The arrest warrant has been issued on Monday. Although the case was about three months ago Arshi was accused of provoking the relationship between the two communities.

What did the star of the star? On the whole of India, he sticks to the flag of the two countries together. As the photo spread, protests were created. The case was filed against Arshi. Several times the court sent summons to the court. Earlier, an arrest warrant was issued once it was not accepted.

But instead of taking care of it, go to 'Big Boss'. The second arrest warrant was issued in this regard. The court has ordered to arrest him in the Big Boss House.
Arshary's publisher, Flint Remedios, confessed to the arrest warrant. In response to a media question, he said that the arrest warrant has been issued that is true. However, the warrant has been postponed pending with the help of the lawyer. STE orders were available until January 15th.


বহুল বিতর্কিত ভারতীয় টিভি রিয়েলিটি শো বিগ বস। কালার চ্যানেলের এ প্রোগামটি মানেই নানা ধরনের মুখরোচক খবর। এবার বিগ বস সিজন ১১ এর প্রতিযোগী আরশি খানের বিরুদ্ধে দেশটির জলন্ধর ম্যাজিস্ট্রেট কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

গত সোমবার এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যদিও মামলাটি হয়েছিল প্রায় তিন মাস আগে। আরশির বিরুদ্ধে দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের অবনতিতে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছিল।  

কী এমন করেছিলেন ছোটপর্দার তারকা? নিজের সারা গায়ে ভারত-পাকিস্তান দুই দেশের পতাকা একসঙ্গে এঁকেছিলেন তিনি। সে ছবি ছড়িয়ে পড়তেই বিক্ষোভের সৃষ্টি হয়। মামলা দায়ের হয় আরশির বিরুদ্ধে। বেশ কয়েকবার আরশিকে সমন পাঠিয়েছে আদালত। তা না মানায় এর আগেও একবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

কিন্তু তাতে গ্রাহ্য না করেই ‘বিগ বস’-এ চলে যান আরশি। এ নিয়ে দ্বিতীয়বার তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বিগ বস হাউসের অন্দরে গিয়ে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে আদালত।
গ্রেফতারি পরোয়ানার কথা স্বীকার করেছেন আরশির পাবলিসিস্ট ফ্লিন রেমেডিওজ। এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে একথা সত্যি। তবে আইনজীবীর সহায়তায় আপাতত এই পরোয়ানা স্থগিত রয়েছে। জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত স্টে অর্ডার পাওয়া গেছে।

No comments:

Post a Comment