Monday, December 4, 2017

Underwear is not useful for women অন্তর্বাস মহিলাদের জন্য দরকারী নয়



Get out of the street without underwear? There is no more shameful situation for women. But Medical Science says, wearing lingerie is harm to the body. The size of the nipple may be broken. not only that. There may be more problems.
Experts say, underwear is not useful for women. 330 people conducted a study with a foreign company. Women are selected for ages 18 to 35 years.
They have been studying for 15 years. It is seen that those who do not wear lingerie, their nipple increases 7 millimeters per year. That's not the rest of them. Underwear protects the breast from gravity. But there is a real harm in it. Breast mascots can gain power over gravity without wearing lingerie.
There is one more positive side to not wearing lingerie. It is better to breathe without wearing the lingerie. One woman said that she did not use lingerie for 2 years. As a result, he can breathe well. Scientists further say, those who begin to use the newly undergarments, their nipple tissue growth decreases.
Women have a strong idea, wearing underwear or worn out bad. The size of the breast is broken. In reality but reversal. The use of lingerie can destroy the size of the nipple. Undergarments weaken the breast mussels. not only that. It also has good breast health. As the lingerie gets under, sweat and dust accumulates in it. It increases the likelihood of infection and habit.
At least the underwear must be open at least during sleep. It's good to sleep. There is a cholera, which leads to breast cancer risk. However, this has not yet been proved true. But this is true, underwear in the bed affects sleep. Sleepless sleep super peace.

অন্তর্বাস ছাড়া রাস্তায় বেরোনো? মহিলাদের কাছে এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি আর হয় না। কিন্তু মেডিক্যাল সায়েন্স বলছে, অন্তর্বাস পরলে শরীরের ক্ষতি হয়। নষ্ট হতে পারে স্তনের আকার৷ শুধু তাই নয়। আরও একাধিক সমস্যা আসতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বাস মহিলাদের জন্য দরকারী নয়। ৩৩০ জনকে নিয়ে একটি গবেষণা করেছিল বিদেশি এক সংস্থা। ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত মহিলাদের বেছে নেওয়া হয়।
তাদের উপর ১৫ বছর ধরে গবেষণা চালানো হয়। দেখা যায়, যারা অন্তর্বাস পরে থাকে না, তাদের স্তনবৃন্ত প্রতিবছর ৭ মিলিমিটার বাড়ে। বাকিদের সেটি হয় না। অন্তর্বাস অভিকর্ষ থেকে স্তনকে রক্ষা করে। কিন্তু তাতে আদতে ক্ষতি হয়। অন্তর্বাস না পরলে স্তনের মাসলগুলি অভিকর্ষের বিরুদ্ধে যোঝার ক্ষমতা অর্জন করতে পারে।
অন্তর্বাস না পরার আরও এক ইতিবাচক দিক আছে। অন্তর্বাস না পরলে শ্বাসপ্রশ্বাস নেওয়া যায় ভালোই। এক মহিলা জানিয়েছিলেন, ২ বছর তিনি অন্তর্বাস ব্যবহার করেননি। তার ফলে তিনি ভালোভাবে শ্বাস নিতে পারছেন। বিজ্ঞান আরও বলছে, যারা সদ্য সদ্য অন্তর্বাস ব্যবহার করতে শুরু করে, তাদের স্তনের টিস্যু বৃদ্ধি কমে যায়।
মহিলাদের একটা বদ্ধমূল ধারণা আছে, অন্তর্বাস না পরা খারাপ। এতে স্তনের আকার নষ্ট হয়৷ আদতে কিন্ত উলটোটাই। অন্তর্বাসের ব্যবহার স্তনের আকার নষ্ট করে দিতে পারে। অন্তর্বাস স্তনের মাসেলগুলি দুর্বল করে দেয়। শুধু তাই নয়। এতে স্তনের স্বাস্থ্যও ভালো থাকে। অন্তর্বাস পরার ফলে ঘাম ও ধুলো তার মধ্যে জমে যায়। এতে ইনফেকশন ও ব়্যাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ঘুমোনোর সময় অন্তত অন্তর্বাস অবশ্যই খুলে রাখা উচিত। এতে ঘুম ভালো হয়। রটনা আছে, এর ফলে স্তনে ক্যান্সারের রিস্ক বাড়ে। তবে একথা এখনও সত্যি বলে প্রমাণিত হয়নি। তবে একথা ঠিক, বিছানায় অন্তর্বাস ঘুমে প্রভাব ফেলে। অন্তর্বাসবিহীন ঘুম প্রচন্ড শান্তির।

No comments:

Post a Comment