Monday, December 11, 2017

সম্পর্ককে জীবন দেবে এই সাত টিপস্ These seven tips will give life to the relationship

Are you concerned about your 'relation'? Do you think your love is going to break? But you have to understand some things. When all the possibilities of your relationship are ending, there is no point in moving the relationship. Take a bold step at this time. What do you think There are some tips for you that you can get rid of such problems.

1. First remove from the head that you are responsible for this breakup. Think of the belief that you have tried everything to keep the relationship alive.

2. Do not talk to the partner about sudden glare or excitement. Do not do such a thing better than apologizing again in the opposite direction of intoxication. Tell the partner what to say and understand.

3. You must have your own belief that your existence is no less than any other. As you are, you are invaluable. You know that your existence is worthy of love.

4. Social media can help you in this regard. You can get help and advice from common friends.

5. If the partner's company does not seem to be good enough then do the same to yourself. There is no point in moving on the face.

6. Do not feel bad after the breakup, but think positively. If nothing else comes to mind, do not lose weight by 5-7 kg. Whatever kind of work you are involved with, create a new skill so that your promotion is ripe. There is no benefit to drinking alcohol or cigarettes, the amount of damage will increase further.

7. Take a lesson from your past and use it in the future. It allows you to easily find a partner like mind. It matches a lot better partner than the old partner.


আপনি কি আপনার ‘রিলেশনশিপ’ নিয়ে দুখী? আপনার কি মনে হয় আপনার প্রেমের সম্পর্কে ভাঙন ধরতে চলেছে? তবে আপনাকে কিছু বিষয় বুঝতে হবে৷ যখন দেখছেন আপনাদের সম্পর্কের সমস্ত সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে তখন সম্পর্ককে বয়ে বেড়ানোর কোন মানে নেই৷ তারচেয়ে এই সময় একটা বোল্ড স্টেপ নিন৷ ভাবছেন কি? আপনাদের জন্য কিছু টিপস রইল যার সাহায্যে আপনি এমন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন৷

১. প্রথমেই মাথা থেকে বের করে দিন যে এই ব্রেকআপের জন্য আপনিই দায়ী৷ মনে এমন বিশ্বাস তৈরি করুন যে সম্পর্ক বাঁচিয়ে রাখতে আপনি সবরকমের চেষ্টা করেছেন৷

২. নেশার ঘোরে বা উত্তেজনায় পার্টনারের সঙ্গে একেবারেই কথা বলবেন না৷ নেশার ঘোরে উল্টো পাল্টা বলে ফের পরে ক্ষমা চাওয়ার থেকে ভাল এমন কাজ না করা৷ পার্টনারকে যাই বলবেন বুঝে শুনে বলবেন৷

৩. আপনার নিজের মনে ভরসা থাকতে হবে যে আপনার অস্তিত্ব অন্য কারোর চেয়ে কোন অংশে কম নয়৷ আপনি যেমন, তাতেই আপনি অমূল্য৷ আপনি তারই ভালবাসার যোগ্য যে আপনার অস্তিত্বকে বুঝবে৷

৪. এই বিষয়ে সোশ্যাল মিডিয়া আপনাকে সাহায্য করতে পারে৷ আপনি চাইলে কমন বন্ধুদের সাহায্য ও পরামর্শ নিতে পারেন৷

৫. যদি পার্টনারের সঙ্গ আর ভাল না লাগে তবে নিজে যেটা ঠিক করছেন সেটাই করুন৷ মুখ বুজে সম্পর্ক বয়ে বেড়ানোর কোন মানে নেই৷

৬. ব্রেকআপের পর মন খারাপ করে বসে না থেকে পজেটিভ কিছু ভাবুন৷ আর কিছু যদি না মনে আসে তবে নিজের ওজনই না হয় ৫-৭ কেজি কমিয়ে ফলুন৷ আপনি যে ধরণের কাজেই যুক্ত থাকুন না কেন তাতে নতুন কোন স্কিল তৈরি করুন যাতে আপনার প্রমোশনটা পাকা হয়ে যায়৷ মদ বা সিগারেট খেয়ে কোন লাভ নেই, উল্টে ক্ষতির পরিমাণ আরও বাড়বে৷

৭. নিজের অতীত থেকে একটা শিক্ষা নিন এবং আগামী দিনে এর ব্যবহার করুন৷ এতে আপনি মনের মতো পার্টনারের খোঁজ সহজেই করতে পারবেন৷ এতে পুরোনো পার্টনারের তুলনায় অনেক ভাল সঙ্গী মিলবে৷

No comments:

Post a Comment