Wednesday, December 6, 2017

চোখের সুস্থতায় তেল যুক্ত মাছ খাওয়ার পরামর্শ বিজ্ঞানীদের Scientists are advised to eat fish with oil in the right eye


Symbolic pictures
The average life expectancy of Japan is the first in the modern world. A few years ago, the National Center for Global Health and Medicine in Tokyo, a study found that, for the purpose of food selection, the Japanese were healthy for a long time. For the same reason the people of Switzerland and Singapore are much better.

In addition to the Japanese, the other countries which have an average life expectancy are different from their food list, but there is a similarity in one thing. All of them have a rich list of Omega-3 fatty acids.

And oiled fish is the most notable source of Omega-3. Most omega-3 is available in marine fish and other marine foods. Scientists are already talking about the benefits of fish from the brain and other parts of the fish.

Scientists at Louisiana State University in Singapore claim that many benefits of fish with oil to increase visibility. A report related to the issue of 'Cellular and Molecular Neurobiology' online journal has been published on November this year.

According to the report, Omega Three has seen many roles in keeping retina healthy.

The researcher's head, Nicholas Bazan, claimed that the researcher could make a lot of changes in treatment.

জাপানের গড় আয়ু আধুনিক বিশ্বে প্রথম। কয়েক বছর আগে ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ অ্যান্ড মেডিসিন ইন টোকিও এক সমীক্ষায় দেখেছে, খাদ্য বাছাইয়ের জন্যই জাপানিরা বেশি দিন সুস্থ থাকে। একই কারণে সুইৎজারল্যান্ড এবং সিঙ্গাপুরের মানুষও বেশি সুস্থ থাকে।  

জাপানিদের পাশাপাশি অন্যান্য যেসব দেশের গড় আয়ু বেশি তাদের খাদ্য তালিকা ভিন্ন হলেও একটা জিনিসে মিল পাওয়া যায়। এদের সবারই খাদ্য তালিকায় রয়েছে সমৃদ্ধ মাত্রার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড।

আর তেলযুক্ত মাছ হচ্ছে ওমেগা-৩'র সবচেয়ে উল্লেখযোগ্য উৎস। সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবারে সবথেকে বেশি ওমেগা-৩ পাওয়া যায়। ব্রেন থেকে শরীরে অন্যান্য অংশ মাছের উপকারিতা নিয়ে আগেই সরব হয়েছেন বিজ্ঞানীরা।

এবার সিঙ্গাপুরের লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দাবি করলেন দৃষ্টি-শক্তি বাড়াতে তেল যুক্ত মাছের অনেক উপকারিতা। ‘সেলুলার অ্যান্ড মলিকিউলার নিউরোবায়োলজি’-এর অনলাইন জার্নালের চলতি বছরের নভেম্বর ইস্যুতে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।  

সেই রিপোর্টে বলা হয়েছে, রেটিনা সুস্থ রাখার ক্ষেত্রেও ওমেগা থ্রি-এর অনেক ভূমিকা রয়েছে বলে দেখা গেছে।

এই আবিষ্কার রেটিনার চিকিৎসায় অনেক বদল আনতে পারবে বলেও দাবি করেছেন সে গবেষক দলের প্রধান নিকোলাস বাজান।

No comments:

Post a Comment