Sunday, December 17, 2017

বাচ্চার ঠিকঠাক খেয়াল রাখছেন তো! Keeping the right attention of the child!

In the close relationship of parents, the overall psychological development of the child depends on the experts. Therefore, it is important to take care of what the child is doing all day, whether it is eating properly or not. The important things to keep in mind for the overall development of the child are:

1. Children are generally more prominent in school affairs. In this case, they always talk about three good friends of the school. They do not even want to say about 3 things that they dislike. So the work of the mothers at this time is to ask children about these things after coming to school.

2. Ask whether the bus is feeling bad during the trip.

3. Know what he or she did at the school today.

4. She did any of the 3 good things besides doing 3 bad things.

5. What did he do better today than yesterday?

6. Who gave him joy in school? Whose behavior did he suffer so much?

7. What's the breakfast of his friends today?

8. She learned new things in school today. It can be- a word, a story, its friends and yourself.

9. Is he happy to do any good work?

10. Father and Mother did not like any of his work.

These questions are not only about the child you have searched for, but also the interest in learning and learning about them in many matters increases.

বাবা-মার ঘনিষ্ঠ সান্নিধ্যেই শিশুর সামগ্রিক মানসিক-চারিত্রিক বিকাশ নির্ভর করে বলে বিশেষজ্ঞদের মত। তাই সারাদিন শিশু কী করছে, ঠিকমতো খাচ্ছে কিনা এসব ব্যাপারে মনোযোগ রাখা জরুরি। শিশুর সামগ্রিক বিকাশের লক্ষ্যে যেসব বিষয়ে লক্ষ্য রাখা জরুরি সেগুলো হলো :

১. স্কুলের বিষয়কে বাচ্চারা সাধারণত বেশি প্রাধান্য দিয়ে থাকে। এক্ষেত্রে তারা সবসময় স্কুলের ৩ জন ভালো বন্ধুর কথা বলে থাকে। এমনকি অপছন্দের ৩টি জিনিসের কথাও বলতে ভোলেন না তারা। তাই এ সময় মায়েদের কাজ হলো স্কুল থেকে আসার পর বাচ্চাদের এসব বিষয়ে জিজ্ঞাসা করা।

২. বাসে ভ্রমণের সময় খারাপ লাগছে কিনা তা জিজ্ঞাসা করা।

৩. স্কুলে সে আজ কি কি ব্যায়াম বা শরীরচর্চা করেছে তা জানা।

৪. সে কোন ৩টি ভালো কাজের পাশাপাশি কোন ৩টি খারাপ কাজ করেছে।

৫. গতকালের চেয়ে আজ সে ভালো কোন কাজটি করেছে?

৬ . স্কুলে কে তাকে আনন্দ দিয়েছে? কার আচরণে সে অনেক কষ্ট পেয়েছে?

৭. তার বন্ধুরা আজ কে কী নাস্তা করেছে?

৮. সে আজ স্কুলে নতুন কি শিখেছে। এটা হতে পারে- একটি শব্দ, একটা গল্প, তার বন্ধু ও নিজের সম্পর্কে।

৯. ভালো কোনো কাজ করায় সে আনন্দিত কি না?

১০. বাবা ও মায়ের কোন কাজটি তার ভালো লাগেনি।

এসব প্রশ্ন করে আপনি যে সন্তানের ব্যাপারে শুধু খোঁজ নিলেন তা নয়, বরং এর মধ্য দিয়ে অনেক বিষয়ে তাদের মধ্যে শেখার ও জানার আগ্রহ বেড়ে যাবে।

No comments:

Post a Comment