Sunday, December 3, 2017

'নির্মাতা হিসেবে আমি এই ভুল করেছি' 'I made this mistake as the creator'


Collected pictures
Karan Johar is Bollywood's most popular producer and founder of Dharma Productions. He has gifted many business and entertaining movies. He used item songs in multiple productions and productions, keeping pace with the current practice of Bollywood. But now it is suffering from regret. He even apologized for this. And in the future, these items have expressed the confidence to not sing.

Stars like Katrina Kaif, Kareena Kapoor and Shilpa Shetty have sung songs in 'Chikni Chameli', 'Mera Naam Marie Hai', 'Shut Up and Bounce' etc. in her movie. But now the creator thinks it is not fair to show women especially using item songs. And he also apologized for this. Even the other Bollywood producers have requested that they do not do it anymore.

In an interview with an Indian media, Karan said, 'You are keeping a woman in the middle and thousands of people are looking at her in the desired way, this is a bad example.

I made this mistake as the creator and I will never do this again. '
He also said, 'The movies show up in our time. It can be very sensitive. When a man is running behind a woman, it may seem to love it, but it may also chase. When you show a man hankering a woman, thinking about the anger, but no, she is wrong. '

'Anything that is shown in celluloid can happen in real life sometime. So the creators should be more responsible in their issues. Sometimes you are not thinking about what you write or showing, but they can affect the society, 'said Karan Johar.

করণ জোহর বলিউডের জনপ্রিয় নির্মাতা ও ধর্মা প্রোডাকশনের প্রতিষ্ঠাতা। অনেক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলিউডের বর্তমান প্রথার সঙ্গে তাল মিলিয়ে তার প্রযোজিত ও পরিচালিত একাধিক সিনেমায় আইটেম গান ব্যবহার করেছেন। তবে এ নিয়ে এখন অনুশোচনায় ভুগছেন করণ। এমনকি এর জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। আর ভবিষ্যতে এরকম আইটেম গান না করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর ও শিল্পা শেঠির মতো তারকারা তার সিনেমায় ‘চিকনি চামেলি’, ‘মেরা নাম ম্যারি হ্যায়’, ‘শাট আপ অ্যান্ড বাউন্স’ ইত্যাদি আইটেম গানে কোমর দুলিয়েছেন । তবে এখন এ নির্মাতা মনে করছেন আইটেম গান ব্যবহার করে নারীদের বিশেষভাবে প্রদর্শন করা ঠিক হয়নি। আর এ জন্যই ক্ষমাও চেয়েছেন তিনি। এমনকি বলিউডের অন্যান্য নির্মাতাদেরও অনুরোধ করেছেন যেন তারা এটি আর না করেন।  

একটি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে করন বলেন, ‘আপনি একজন নারীকে মাঝে রাখছেন এবং হাজারো পুরুষ কাঙ্খিত দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে, এটি খারাপ একটি দৃষ্টান্ত।

নির্মাতা হিসেবে আমি এই ভুল করেছি এবং এটি আর কখনোই করব না। ’ 
তিনি আরো বলেন, ‘সিনেমা আমাদের সময় তুলে ধরে। এটি অনেক সংবেদনশীল হতে পারে। যখন কোনো পুরুষ একজন নারীর পেছনে ছুটছে, মনে হতে পারে এটি ভালোবাসার জন্য, কিন্তু এটি তাড়া করাও হতে পারে। যখন আপনি দেখাচ্ছেন একজন পুরুষ কোনো নারীকে হেনস্তা করছে, ভাবছেন রাগের মাথায় করছে, কিন্তু না, সে ভুল করছে। ’

‘সেলুলয়েডে দেখানো কোনো বিষয় মাঝে মাঝে বাস্তবেও ঘটতে পারে। সুতরাং নির্মাতাদের বিষয়গুলোতে আরো দায়িত্বশীল হওয়া উচিৎ। মাঝে মধ্যে আপনি যা লিখছেন অথবা দেখাচ্ছে তা নিয়ে হয়তো তেমন ভাবছেন না কিন্তু এগুলো সমাজের ওপর প্রভাব ফেলতে পারে’-বলেন করন জোহর।

No comments:

Post a Comment