Sunday, December 10, 2017

Hollywood star Deepika's defeat to the small screen actress lost ছোট পর্দার অভিনেত্রীর কাছে হলিউড ফেরত দীপিকার পরাজয়



File images
In 2007, he went to Bollywood with 'Om Shanti Om' picture. After that it has been cut 10 years long. So far he has won the Film Awards for various awards. Little screen actress Neena Sharma lost her popular actress.

At this moment, names of the most popular actresses in Bollywood will be remembered, among them Pankukone will be in the top-list. In 2007, he went to Bollywood with 'Om Shanti Om' picture. After that it has been cut 10 years long. He has won many awards in the film world.

She has lost the popular actress, Nya Sharma, a small screen actress. Since 2010, this actress has shown her face in small screen channels. The number of followers of these two people in Instagram is not less.

But the gap is great. While Deepika Padukone has 20.6 million followers, Nia Sharma's number is only 1.5 million.
Still, Dipika was defeated. According to an all-India media report, Nia Sharma's head is now in second place in the 'Sexy Woman' of Asia in 2017. A weekly newspaper in London, 'Eastern Eye', rated it.

Priyanka Chopra, who won last year, has kept her place this year too. In fact, Niya Sharma tweeted congratulatory Priyanka. In reply, Priyanka tweeted thanking him.

২০০৭ সালে বলিউডে পা রাখেন ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে। তার পরে কেটে গিয়েছে দীর্ঘ ১০ বছর। এখন পর্যন্ত তিনি জিতে নিয়েছেন ফিল্ম জগতের নানা পুরষ্কার। এমন জনপ্রিয় অভিনেত্রীকেই হারিয়ে দিলেন ছোট পর্দার অভিনেত্রী নিয়া শর্মা।

এই মুহূর্তে বলিউডের সব থেকে জনপ্রিয় অভিনেত্রী বলতে যে নামগুলো মনে আসবে, তার মধ্যে শীর্ষ-তালিকায় অবশ্যই থাকবেন  পাডুকোন। ২০০৭ সালে বলিউডে পা রাখেন ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে। তার পরে কেটে গিয়েছে দীর্ঘ ১০ বছর। এ যাবৎ তিনি জিতে নিয়েছেন ফিল্ম জগতের নানা পুরষ্কার।

এ হেন জনপ্রিয় অভিনেত্রীকেই হারিয়ে দিলেন ছোট পর্দার অভিনেত্রী নিয়া শর্মা। ২০১০ সাল থেকে ছোট পর্দার নানা চ্যানেলে মুখ দেখিয়েছেন এই অভিনেত্রী।   ইনস্টাগ্রামে এই দুই জনের ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়।

তবে ব্যবধান রয়েছে বিস্তর। যেখানে দীপিকা পাডুকোনের ফলোয়ার সংখ্যা ২০.৬ মিলিয়ন, সেখানে নিয়া শর্মার ফলোয়ার সংখ্যা মাত্র ১.৫ মিলিয়ন।  
তা সত্ত্বেও দীপিকাকে হারিয়ে দিলেন নিয়া। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে এশিয়ার ‘সেক্সি উওম্যান’ এর দ্বিতীয় স্থানে এখন নিয়া শর্মার মাথা। লন্ডনের একটি সাপ্তাহিক খবরের কাগজ ‘ইস্টার্ন আই’ এই রেটিং করেছে।

গত বছরের জয়ী প্রিয়াঙ্কা চোপড়া এ বছরেও নিজের জায়গা অটুট রেখেছেন। প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন নিয়া শর্মা। উত্তরে, প্রিয়াঙ্কা তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন।

No comments:

Post a Comment