Monday, December 18, 2017

অন্তর জ্বালা গানের স্যুটিংয়ের আগে ড্রেসই দেখানো হয়নি এই নায়িকাকে The heroine has not been shown the dress before shooting the heart

Inspiring picture two heroine and two hero based pictures. However, a song of this picture has ended my life. It is said that one of the heroes of the movie Junk

Ankhar Jala, a film directed by Malik Afsari, was released on Friday. Zaid Khan - Parimoni and Joy and new heroine Tahmina Israt Mousumi alias Moumita Mou have played together in this movie.



A song titled 'Honey Honey,' Where Poison Khayyalia is a poem has already been criticized. Viewers of the song Joy and Mourake saw the audience.

In this, the heroine's clothing and performance in the world is criticized. The heroine opened her mouth with that criticism.

Through Facebook status he knows, "burning irritation" burns me only. We did many things with many dreams. Many believe and trusted the director.

He said, in exchange, what did I get? Bad criticism A song ended me up. I have a family, personal life, friendship I have heard from them today.

Mou said, you know what the audience is saying. It's two heroine-based pictures. To move one up, one has to move down. This is the film Pletics.

He asked, did such songs were very important in this movie? Why was such a song given to me? Who will take the responsibility of the question I am facing today?

In the words of the song, I was singing songs and dresses before the song was played. Why was such a dress dressed me? What did the audience get in this song? And what did I find?

Why is such a song given? The damage to this song is about to happen to me. What else to say? I always heard a sound called the film Pletics. Today, maybe I was his victim, he said.

অন্তর জ্বালা ছবি দুই নায়িকা ও দুই নায়ক নির্ভর ছবি। অথচ এই ছবির একটি গান আমার জীবন শেষ করে দিল। এমন কথাই জানালেন অন্তর জ্বালা ছবির অন্যতম নায়িকা মৌমিতা মৌ।

গত শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে মালেক আফসারী পরিচালিত ছবি অন্তর জ্বালা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জায়েদ খান- পরীমনি এবং জয় ও নতুন নায়িকা তাহমিনা ইসরাত মৌসুমী ওরফে মৌমিতা মৌ।



ছবিটিতে মধু কই কই বিষ খাওয়াইলা শিরোনামে একটি গান ইতোমধ্যে বেশ সমালোচিত হয়েছে। গানটি জয় ও মৌর লিপে দেখেছেন দর্শক।

এতে নায়িকার পোশাক ও পারফর্ম নিয়ে অন্তজাল দুনিয়ায় চলছে সমালোচনা। সেই সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন নায়িকা।

ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানা, “অন্তর জ্বালা” এই জ্বালা শুধু আমাকেই জ্বালিয়ে দিলো। অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই কাজটা করেছিলাম। অনেক বিশ্বাস এবং ভরসা করেছিলাম পরিচালকের উপর।

তিনি আক্ষেপ করে বলেন, বিনিময়ে কি পেলাম? খারাপ সমালোচনা। একটা গান আমাকে শেষ করে দিলো। আমার তো একটা পরিবার, ব্যক্তিগত জীবন, বন্ধুমহল আছে। তাদের কাছ থেকে আজ আমার কথা শুনতে হচ্ছে।

মৌ বলেন, দর্শক কি বলছে সেটা আপনারাই ভালো জানেন। এটা দুই নায়িকা নির্ভর ছবি। একজনকে উপরে উঠাতে হলে আরেকজনকে নিচে নামাতে হয়। এটাই ফিল্ম পলেটিকস।

তিনি প্রশ্ন করে বলেন, এই ছবিতে এইরকম গান কি খুব বেশি জরুরি ছিলো? কেন এইরকম একটা গান আমাকে দিয়ে করানো হলো? আজকে আমি যে প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেটার দায় কে নিবে?

মৌর ভাষায়, এই গানের স্যুটিংয়ের আগে আমাকে গান শুনানো এবং ড্রেস দেখানো হয়নি। কেনো এইরকম ড্রেস আমাকে পরানো হলো? এই গানটাতে দর্শক কি পেলো? আর আমি কি পেলাম?

তাহলে কেন এইরকম একটা গান দেওয়া হলো? এই গানটার জন্য ক্ষতি যা হবার আমারই হয়েছে। কি আর বলবো? সবসময় ফিল্ম পলেটিকস বলে একটা শব্দ শুনতাম। আজ হয়তো আমিই তার শিকার হলাম বলে তিনি উল্লেখ করেন।

No comments:

Post a Comment