Thursday, December 14, 2017

ডেটিংয়ের নামে জানেন সাইটগুলি কি করছে আপনার সঙ্গে? Dating know what the sites are doing with you?

Dating site is not a mask! Promotional chitping site!

These sites are called citing sites by themselves. Such a site is Ashley Madison.com. The main goal of this site, founded by Canadian website Ashley Madison, is to find a partner to hire a stranger. They are their members in exchange for a certain amount. Then you can find out from this dating site alias citing site. Ashley Madison.com is slogan, 'Life is short, make love!'

Different types of citing sites are growing online. These sites are increasingly increasing due to paraquia. Many people are out of marriage with the help of these sites. Or cheating with their partner. Now millions of people's destinations are dating websites.

In this context, a 29-year-old Indian woman says that with the help of such websites, she has to take revenge on her unfaithful husband. Another 45-year-old married man said, this has fueled his family breaks. Recently, more than a dozen citing websites such as Ashley Madison Dot Com are now popular.

The founder of such a website, Noel Baiderman, said in his own defense, "No one can show me any society where there is no faith." Naturally the question arises, are these sites encouraging 'betrayal'?

A professor of sociology at the University of Washington, Piper Schwurz told the media, "I think some people want sex outside their relationships. But, no one can guess about how it will do it. These sites are showing them only the roads.


ডেটিং সাইটের মুখোশ নয়! রীতিমতো ফলাও করে প্রচার চিটিং সাইটের!

এসব সাইট বেশ ঘটা করেই নিজেদেরকে চিটিং সাইট বলে থাকে। এমনই একটি সাইট অ্যাশলে ম্যাডিসন ডট কম৷ কানাডার ওয়েবসাইট অ্যাশলে ম্যাডিসন প্রতিষ্ঠিত এই সাইটের মূল লক্ষ্যই হচ্ছে, মানুষকে পরকীয়া করার সঙ্গী খুঁজে দেওয়া। একটা নির্দিষ্ট অংকের বিনিময়ে তাদের সদস্য হওয়া যায়৷ তারপর এই ডেটিং সাইট ওরফে চিটিং সাইট থেকে খুঁজে নিতে পারবেন মনের মত পরকীয়ার সঙ্গী। অ্যাশলে ম্যাডিসন ডট কমের স্লোগান হচ্ছে, ‘জীবন ছোট, একটি প্রেম করুন!’

অনলাইনে ক্রমশ বাড়ছে এমন বিভিন্ন ধরনের চিটিং সাইটের প্রসার৷ এসব সাইটের কারণে ক্রমবর্ধমান হারে বাড়ছে পরকীয়া৷ অনেকেই এসব সাইটের সাহায্যে দাম্পত্য জীবন থেকে বেরিয়ে যাচ্ছে৷ কিংবা তাদের সঙ্গীর সঙ্গে প্রতারণা করছে। লক্ষ লক্ষ মানুষের গন্তব্য এখন ডেটিং ওয়েবসাইটগুলি৷

এই প্রসঙ্গে ২৯ বছর বয়সী এক ভারতীয় মহিলা বলছেন, এই ধরনের ওয়েবসাইটের সাহায্যে তিনি তার অবিশ্বস্ত স্বামীর প্রতি প্রতিশোধ নিতে পেরেছেন। আবার ৪৫ বছর বয়সী এক বিবাহিত পুরুষ বললেন, এটা তার পরিবার ভাঙতে ইন্ধন যুগিয়েছে। সাম্প্রতিক সময়ে অ্যাশলে ম্যাডিসন ডট কমের মত আরও ডজনখানেক চিটিং ওয়েবসাইট এখন জনপ্রিয়তা পেয়েছে।

এই ধরনের একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা নোয়েল বাইডারম্যান নিজেদের সাফাইতে বলেন, ‘কেউ আমাকে এমন কোনও সমাজ দেখাতে পারবে না, যেখানে বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটে না।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এসব সাইট কি ‘বিশ্বাসভঙ্গ’ উৎসাহিত করছে?

এ সম্পর্কে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের সমাজবিজ্ঞানের এক প্রফেসর পিপার স্কুয়ার্জ সংবাদমাধ্যমকে বলেছেন, !আমার ধারণা, কিছু মানুষ তাদের সম্পর্কের বাইরে যৌনতা কামনা করে৷ কিন্তু, কীভাবে তা করবে, সে সম্পর্কে কোনও ধারণা করতে পারে না। তাদেরকে কেবল রাস্তা দেখিয়ে দিচ্ছে এসব সাইট।

No comments:

Post a Comment