Sunday, December 17, 2017

দিনে এক কাপ চা ভালো রাখবে চোখ A cup of tea will keep the day good

Good news for the luxury of tea! A recent study says that drinking a cup of tea a day can keep your eyes healthy. Tea works as a medicine to save eyes from glaucoma or as a medicine. But the condition is one. This tea will be a smoke-growing cup. Eating or other soft drinks will not result in anything, says research.

Glucomba is a medical science term to lose the balance of the fluid pressure in the eyes. This is the biggest reason behind blindness, but this is the biggest reason behind blindness. The number of patients suffering from glaucoma in the world is fifty million Doctors fear that 2020 will drop the number 60 million.

The United States' National Health and Nutrition Examination Survey has tested on 10000 people and found that the chances of suffering from glaucoma are significantly reduced due to a cup of hot tea that has been drinking regularly every year for a year.

It does not smoke, and is not a diabetic patient, it will be useful for such people.

What does it come or comes! Bengalis do not live without tea. Whether it is sitting in the chat room or pressure on the work of the office to reduce stress. And if there is no winter in winter.


চা বিলাসীদের জন্য সুখবর! সাম্প্রতিক এক গবেষণা বলছে, দিনে এক কাপ চা পান সুস্থ রাখতে পারে আপনার চোখকে। গ্লুকোমা থেকে চোখকে বাঁচাতে নাকি রীতিমতো ওষুধ হিসেবে কাজ করে চা। কিন্তু শর্ত একটাই। এই চা হতে হবে ধোঁয়া ওঠা কাপের। আইসড টি কিংবা অন্য কোনো নরম পানীয় সেবনে কিছুই ফল হবে না, বলছে গবেষণা।

চোখের ভেতরের প্রয়োজনীয় তরলের চাপের ভারসাম্য হারানোকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে গ্লুকোমা। বর্তমানে অন্ধত্বের পেছনে সবচেয়ে বড় কারণ কিন্তু এটাই। সারা পৃথিবীতে গ্লুকোমা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে পঞ্চাশ কোটি। ২০২০-এর মধ্যে সংখ্যাটা ৬০ কোটি ছাড়াবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন একজামিনেশন সারভে’র পক্ষ থেকে ১০০০০ মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, টানা এক বছর প্রতিদিন এক কাপ গরম চা যারা নিয়মিত পান করেছেন, তাদের ক্ষেত্রে গ্লুকোমায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে।

ধূমপান করেন না, এবং ডায়াবেটিসের রোগী নন, এরকম মানুষের ক্ষেত্রেই অবশ্য কাজে দেবে এই টোটকা।

তাতে কি বা আসে যায়! বাঙালির তো চা ছাড়া এমনিতেই চলে না। তা সে রকে বসা আড্ডার আসরেই হোক, অথবা অফিসের কাজের চাপে ‘স্ট্রেস’ কমাতেই হোক। আর শীতকাল হলে তো কথাই নেই।

No comments:

Post a Comment