Sunday, December 10, 2017

5 expensive Bollywood divorces বলিউডের ব্যয়বহুল ৫টি বিবাহ বিচ্ছেদ

Collected pictures
Love, love and marriage are very common among Bollywood heroes and heroes. However, it does not take time to build relationships, so it does not take time to break the relationship. However, after the breakup, the actor has to pay a huge amount of compensation. Let's know about the five divorced and expensive divorce cases-

1. Hrithik Roshan and Suzanne Khan:

Before the 13th wedding anniversary, Suzan gave surprise to everyone who heard the separation from Hrithik In 2000, it ended in marriage in 2014. Although they did not know the real reason for ending 14 years of marriage, both of them admitted that they are still friends of each other. However, due to the divorce of her husband, Hodharik has to pay Rs 400 crores for the maintenance of Sujane. However, later on, the only thing that the ahakat gave was to rumors.

2. Aamir Khan and Rina Dutt:

Amir was married to his first wife, Rina, in 1986. Amir was only 21 years old. Rina ran away from home and got married

Along with a few friends were there. Their 16 year old family was broken in 2002. After filing a divorce case, Rina wanted to feed 50 crore. However, no party wanted to tell exactly how much money was made in the end.
3. Sanjay Dutt and Rhea Pillai:

During the marriage, both were involved in the alien family. Sanjay got the name enlightened with honor On the other hand, Rear was in love with the tennis star Leander Paes. In 1998, after marriage, tabloid leaves filled with creams in their stories. In 2002, during the divorce, Riya got 8 crores of rupees.

4. Karisma Kapoor and Sanjay Kapoor:

13-year-old married life knew who would end it in such a bit! Karisma married industrialist Sanjay in 2003. The court upheld the duo's allegations. Last year, they were divorced in June. Sanjay got a house in addition to a Rs 14 crore bond. Instead, Sanjay got the chance to spend time with his children.

5. Saif Ali Khan and Amrita Singha:

Saif, who gave him a call after dinner, offered him dinner. But he did not say Amrita. Saif went to his house without any reason. She did not return home after dinner and she did not return home. That's the start of their live-time in the nineties. Then married. 12 year old Amrita's house with 13-year-old Saif That relationship ended in 2004. Amrita took care of 7 crore rupees during her divorce.

বলিউডে নায়ক-নায়িকাদের মধ্যে প্রেম, ভালবাসা ও বিয়ে খুবই স্বাভাবিক ঘটনা। তবে তাদের সম্পর্ক গড়তে যেমন সময় নেয় না ঠিক তেমনি সম্পর্ক ভাঙতেও সময় লাগে না। তবে বিচ্ছেদের পর বড় অঙ্কের ক্ষতিপূরণ গুণতে হয়েছে অভিনেতাদের। চলুন জেনে নিই আলোচিত ও ব্যয়বহুল পাঁচটি বিবাহ বিচ্ছেদ সম্পর্কে-

১. হৃত্বিক রোশন ও সুজান খান:

১৩তম বিবাহবার্ষিকীর আগেই সুজানের থেকে আলাদা হওয়ার কথা শুনিয়ে সকলকে চমকে দিয়েছিলেন হৃত্বিক। ২০০০ সালে বিয়ের পর তা শেষ হয় ২০১৪ সালে। ১৪ বছরের বিবাহিত জীবন শেষ করার আসল কারণ জানা না গেলেও তারা যে এখনও পরস্পরের বন্ধু রয়েছেন তা স্বীকার করেন দু’জনই। তবে বিবাহ বিচ্ছেদের পর সুজানের ভরণ পোষণের জন্য হৃত্বিককে ৪০০ কোটি রুপি দিতে হয়। যদিও পরবর্তীতে হত্বিক এসব খবরকে কেবল গুজব বলেই উড়িয়ে দেন।

২. আমির খান ও রীনা দত্ত:

প্রথম স্ত্রী রীনার সঙ্গে আমিরের বিয়ে হয় ১৯৮৬ সালে। আমিরের বয়স তখন মাত্র ২১ বছর। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন রীনাকে।

সঙ্গে ছিলেন কয়েক জন বন্ধু। তাদের ১৬ বছরের সংসার ভেঙে যায় ২০০২ সালে। ডিভোর্সের মামলা দায়ের করার পর ৫০ কোটির ভরণ পোষণ চেয়েছিলেন রীনা। তবে শেষ পর্যন্ত ঠিক কত টাকায় রফা হয়েছিল তা জানাতে চায়নি কোনো পক্ষই।
৩. সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই:

বিবাহিত থাকাকালীন সময়ে দু’জনই জড়িয়ে পড়েছিলেন পরকীয়ায়। সঞ্জয়ের সঙ্গে নাম জড়িয়েছে মান্যতার। অন্য দিকে, টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে প্রেম চলছিল রিয়ার। ১৯৯৮ সালে বিয়ের পর থেকেই তাদের নিয়ে নানা রসালো কাহিনিতে ট্যাবলয়েডের পাতা ভরে গিয়েছিল। ২০০২ সালে ডিভোর্সের সময় ৮ কোটি রুপি ভরণ পোষণ পান রিয়া।

৪. কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর: 

১৩ বছরের দাম্পত্য জীবন যে এমন তিক্ততার মধ্যে শেষ হবে তা কে জানতো! শিল্পপতি সঞ্জয়ের সাথে ২০০৩ সালে বিয়ে হয় কারিশমার। দু-তরফের দোষারোপের পালা গড়ায় আদালত পর্যন্ত। শেষমেশ গত বছরের জুনে তাদের ডিভোর্স হয়। সঞ্জয়ের একটি বাড়ি ছাড়াও ১৪ কোটি রুপির বন্ড পান কারিশমা। তার বদলে ছেলেমেয়ের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ পান সঞ্জয়।

৫. সাইফ আলী খান ও অমৃতা সিংহ:

অমৃতাকে প্রথম দেখার পর তাকে ফোন করে ডিনারের প্রস্তাবটা দিয়েছিলেন সাইফ। কিন্তু তাতে না বলে দেন অমৃতা। জেদ করেই তার বাড়িতে চলে গিয়েছিলেন সাইফ। ডিনার সেরে আর নিজের বাড়ি ফেরেননি তিনি। নব্বইয়ের দশকে তাদের লিভ-টুগেদারের সেই শুরু। এরপর বিয়ে। ১৩ বছরের ছোট সাইফের সঙ্গে অমৃতার ঘর করা ১২ বছরের। সেই সম্পর্ক শেষ হয় ২০০৪ সালে। ডিভোর্সের সময় ৭ কোটি রুপি ভরণ পোষণ নিয়েছিলেন অমৃতা।

No comments:

Post a Comment