Sunday, November 26, 2017

এই ৭ ঘরোয়া উপায়ে বাড়ি থেকে বিদায় করুন আরশোলা This is the 7 home way to get rid of Arshola




Arsola is not afraid to be as much as number, so much more than those who are scared or hate. Whatever the fear or hatred, Artholar's misery in the home is not good from any side. But suddenly, if you see all the different types of roaming around the house, it is enough scary because it is willing to fly. Because of this, you or your family may suffer a lot. So they have to be out of their house to be careful or kill them. But the way? Let's make a note of the text of the bunichi once ...

1) The combination of biscuits, such as the different flavors of the food, or the pair of matching fairs, or the combination of matching. So tear off the bustle of excess muscle and leave it somewhat more. Arshola does not go around the surface of the leaves.

2) Many people say that spraying some of the soap in the water, spray it in different places, so that the arsenal can reduce the irritation.

3) If two cups of ammonia wash with water in a bucket of water, then Arshola will run away from Ammonia's smell.

4) To prevent the arshola, sprinkle around the house with litterin and lacquer soaked liquefied soap mixed with water.

5) Remove the room with a few drops of lemon juice in the house burning;

6) Naphthalene balls can be used as well. Many other insects escaped from Arshola and started to eat.

7) Before roaming at night, borax spread everywhere in front of the house. Arsholars roam mainly in the night. Arshola will be killed in connection with the burqa.

আরশোলা ভয় পান না এমন সংখ্যা যেমন অনেক বেশি, তেমনই তার থেকেও সংখ্যায় বেশি রয়েছেন তাঁরা যাঁরা বেশ ভয় পান, অথবা ঘৃণা৷ ভয় বা ঘৃণা যাই হোক, বাড়িতে আরশোলার উপদ্রব কোনও দিক থেকেই ভালো নয়৷ কিন্তু হঠাৎ করে যদি দেখেন বাড়ির সর্বত্র বিভিন্ন সাইজের আরশোলা ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে ইচ্ছে মতো, তা যথেষ্ট ভয়ের কারণই৷ কারণ এর থেকে আপনার বা আপনার পরিবারের অনেক ক্ষতিই হতে পারে৷ তাই সাবধান থাকতে তাদের বাড়ি থেকে বের করতেই হবে বা মেরে ফেলতে হবে৷ কিন্তু উপায়? বনিচের লেখাগুলি একবার চট করে চোখ বুলিয়ে নিন…

১) তেজপাতা খাবারে যেমন আলাদা স্বাদ আনে তেমনই আরশোলা তাড়ানোর কাজেও নাকি এর জুড়ি মেলা ভার৷ তাই আরোশোলার উপদ্রব যেখানে বেশি সেখানে তেজপাতা ছিঁড়ে কিছুটা করে ফেলে দিন৷ পাতার গন্ধে ধারেকাছে ঘেঁষবে না আরশোলা৷

২) অনেকে বলে থাকেন গায়ে মাখার সাবান কিছুটা নিয়ে তা জলে গুল, সেই জল বিভিন্ন স্থানে স্প্রে করুন, তাতে নাকি আরশোলার উপদ্রব কমতে পারে৷

৩) ২কাপ অ্যামোনিয়া এক বালতি জলে গুলে সেই জল দিয়ে বাড়ির বিভিন্ন স্থান ধুয়ে দিলে আরশোলা অ্যামোনিয়ার গন্ধে পালিয়ে যাবে৷

৪) আরশোলা আটকাতে হলে, লিস্টারিন এবং বাসন ধোয়ার লিকুইড সোপ একসঙ্গে জলে মিশিয়ে ঘরের চারিদিকে স্প্রে করে দিন।

৫) ঘর মোছার জলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ঘর মুছুন, আপনার ঘর হবে আরশোলামুক্ত৷

৬) এর পাশাপাশি ব্যবহার করতে পারেন ন্যাপথলিন বল৷ এর উগ্র গন্ধে আরশোলা থেকে শুরু করে আরও অনেক পোকামাকড় পালিয়ে যায়৷

৭) রাতে শোওয়ার আগে ঘরের আনাচে কানাচে ছড়িয়ে দিন বোর‌্যাক্স। রাতেই মূলত আরশোলারা ঘুরে বেড়ায়। বোর‌্যাক্সের সংস্পর্শে এসে আরশোলা মারা যাবে৷

No comments:

Post a Comment