Wednesday, November 29, 2017

Shane Warne's dream of replacing the changing room with Emily বদলে যাওয়া শেন ওয়ার্নের ঘর বাঁধার স্বপ্ন এমিলিকে নিয়ে




Shane Warne changed or Shane Warne Legendary legged leg spinner who posted a video of his villager recently in Instagram account.

Wrestling himself saying that he is not a bachelor, dreams of building a house, such speculation has risen.
Relations with Emily
Shane Warne has talked about a year ago with the Emami model Emily Sears. There is no talk of Warrior colorful character and it is not just a talk of a long time. Not even here.

Warne's claim
Shane Warne recently said in an interview that he loves to enjoy life. He has no faith in the life of the bachelor.

Emily's friend's claim

Emily's girlfriend told a lot after meeting with Shane Warne-Emily. Emily also spoke to her children.

And many people are doing it in two ways.

According to the informational opinion, it may be four hands or even in the near future.
Ghee in the fire
Shane Warne posted the video of his home in all the speculations. In front of the Christmas, the new year can be a party by reducing its house, what is the message that the message wants to hand over the guys to the spinner's spinner

Or is it a special message for Emily? That would come home to him. Where the two together will make the house a house.


বদলে গেলেন নাকি শেন ওয়ার্ন। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ভিলার ভিডিও পোস্ট করেছেন কিংবদন্তী এই অজি লেগ স্পিনার।

নিজেকে 'ব্যাচেলার নই' বলা ওয়ার্নি কি এবার ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, এমনই জল্পনা উস্কেছে উঠেছে।
এমিলি'র সঙ্গে সম্পর্ক 
অজি মডেল এমিলি সিয়ার্সের সঙ্গে প্রায় বছর খানেক আগে আলাপ হয় শেন ওয়ার্নের। ওয়ার্নির রঙিন চরিত্রে কোনও আলাপই তো আর বেশিদিন শুধু আলাপের পর্যায়ে থাকে না। এখানেও থাকেনি।

ওয়ার্নের দাবি 
শেন ওয়ার্ন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন। ব্যাচেলার জীবনে তার কোনও বিশ্বাস নেই।

এমিলি'র বন্ধুর দাবি 

এমিলি'র বান্ধবী জানিয়েছেন শেন ওয়ার্ন-এমিলির সঙ্গে সাক্ষাতের পর অনেক বদলে গেছেন। নিজের সন্তানদের কাছেও এমিলির কথা বলেছেন।  

আর এতেই দুইয়ে দুইয়ে চার করছেন অনেকে।

ওয়াকিবহাল মহলের মতে এখনই না হলেও নাকি অদূর ভবিষ্যতে চার হাত একও হতে পারে।
আগুনে ঘি 
সব জল্পনার মধ্যেই নিজের বাড়ির ছবি, ভিডিও পোস্ট করেছেন শেন ওয়ার্ন। সামনেই ক্রিসমাস, নতুন বর্ষ তার বাড়িতে জমিয়ে পার্টি হতে পারে এই বার্তাই কী বান্ধবীদের তুলে দিতে চাইছেন অজি স্পিনার।

নাকি এটা একটা বিশেষ বার্তা শুধুই এমিলি-র জন্য। যে এই বাড়িতেই আসতে হবে তাকে। যেখানে দুজনে মিলে ফের বাড়িকে ঘর বানিয়ে তুলবেন।

No comments:

Post a Comment