Sunday, November 26, 2017

মহিলাদের চেয়ে সত্যিই কি অনেক বেশি মিথ্যা বলেন পুরুষেরা? Men are really much more false than women?



 In the words, women's mind can not even understand God himself. The woman's mind is one and the other one. Although there is so much condemnation in the world with women, a sensational information emerges from the study of a male than a woman, because it speaks a lot of lies.

In one study, men have been lying far more than women. A lady usually puts the truth to the point of not wanting to hurt anyone. There a man takes refuge in falsehood to save his own money or win a bet. However, it is not always the case.

Researchers say that a man tries to lie or at least hide four times a week. However, women do this just three times a week. Men also resort to falsehood to avoid any problem. They tried to tell the story of many colors.

A survey of nearly 2000 British youth researchers It has been found that men are most likely to lie about their mental status. Although there are hundreds of problems, they avoid saying 'I'm fine'. The second lies in men, they do not like a gift, but they pretend to like it. Also, men have taken refuge in the price of things and their illness.

কথায় আছে নারীর মন স্বয়ং ভগবানও বুঝে উঠতে পারে না৷ নারীর মনে এক আর মুখে আর এক৷ নারীদের নিয়ে জগতে এত নিন্দে প্রচলিত থাকলেও,  একজন নারীর তুলনায় একজন পুরুষ বেশি মিথ্যা কথা বলেন বলেই গবেষণায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য৷

একটি গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষরা বেশি সংখ্যায় মিথ্যা কথা বলে থাকে৷ একজন মহিলা সাধারণত কাউকে কষ্ট দিতে না চাওয়ার কারণে সত্যি কথা চেপে রাখেন৷ সেখানে একজন পুরুষ নিজের পয়সা বাঁচাতে বা কোন বাজি জিততে মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন৷তবে, সবক্ষেত্রেই তা নয়৷

গবেষকেরা জানিয়েছেন, একজন পুরুষ সপ্তাহে অন্তত চার বার মিথ্যা কথা বলার বা সত্যি লুকিয়ে রাখার চেষ্টা করেন৷ কিন্তু, মহিলারা সেক্ষেত্রে সপ্তাহে মাত্র তিন বার এমনটা করে থাকেন৷ কোন সমস্যা থেকে বেরোবার জন্যেও পুরুষ মিথ্যায় আশ্রয় নেন৷ তারা কোন ঘটনাকে অনেক রং চড়িয়ে বলার চেষ্টা করেন৷

প্রায় ২০০০জন ব্রিটিশ যুবকদের একটি সার্ভে করেন গবেষকেরা৷ এতে দেখা গিয়েছে, পুরুষেরা সবচেয়ে বেশি মিথ্যা নিজের মানসিক স্থিতি নিয়ে বলে থাকেন৷ শত সমস্যার মধ্যে থাকলেও, তারা ‘আমি ঠিক আছি’ বলে কথা এড়িয়ে যান৷ পুরুষদের ক্ষেত্রে দ্বিতীয় মিথ্যে হল, কোন উপহার পছন্দ না হলেও তারা সেটি পছন্দ করার ভান করেন৷ এছাড়াও, কোন জিনিসের দাম ও নিজের অসুস্থতা নিয়েও মিথ্যার আশ্রয় নেন পুরুষরা৷

No comments:

Post a Comment