Sunday, November 26, 2017

যৌন মিলনের সময় নারীর ওপরে থাকা বিপদজ্জনক! During sexual intercourse women are dangerous!


While having sexual intercourse, it is a pleasure to many people, but according to new research, it can be a serious harm. According to research, confidential bones to break when females are at the time of intercourse. Recently, research findings published in Brazilian researchers published in Invention in Urology suggests this information.

According to researchers, the most dangerous position in sex is a position known as 'kaogarl'. Many people call it 'horseriding'. The women in this position are on top. Researchers said that the possibility of getting hurt in sexual activity during the 'Cowgirl' position increased a lot. At this position, the probability of breaking the bones of the penis is also the highest.

The key problem in the position of the Cowgirl is the control over control. In this case, the weight of the body of the woman falls on the penis, which often does not apply pressure properly. As a result, there is an accident occurring in this way. On the other hand, the commonly used sex seats are somewhat safer. Especially in areas where there is full control over men, experts say that it is safe.

The disorders that occur during sex time are listed in this study. The last 13 years is considered in the statistics. Studies show that the most frequent injuries occurred in the Cowgirl position. There are about half of the injuries in this position. The next position is the 'Man on top' position of the most popular. In this situation, 21 percent of sexually transmitted diseases occur.

The average age of sex is 34 years. Initially, the affected people told the words and troubles of bone breaking. Then, after waiting for six hours, if the condition does not improve then they go to the doctor.

যৌন মিলনের সময় নারীর ওপরে থাকা অনেকের কাছেই আনন্দদায়ক হলেও নতুন গবেষণা তথ্যানুযায়ী, এটি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। গবেষণার তথ্যানুযায়ী, মিলনের সময় নারী ওপরে থাকলে ভেঙ্গে যেতে গোপানাঙ্গের হাড়। সম্প্রতি ব্রাজিলের গবেষকদের প্রকাশিত অ্যাডভান্সেস ইন ইউরোলজি-তে প্রকাশিত গবেষণা ফলাফলে জানা গেছে এ তথ্য।

গবেষকদের মতে যৌনতায় সবচেয়ে বিপজ্জনক অবস্থান হলো ‘কাউগার্ল’ নামে পরিচিত একটি পজিশন। অনেকে একে ‘হর্সরাইডিং’-ও বলে থাকেন। এ পজিশনে নারী ওপরে থাকে। গবেষকরা জানিয়েছেন, ‘কাউগার্ল’ পজিশনে যৌনতার সময় আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ অবস্থানে পুরুষাঙ্গের হাড় ভাঙার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে।

কাউগার্ল পজিশনে মূল সমস্যাটি হয় নিয়ন্ত্রণের ওপর। এ ক্ষেত্রে নারীর দেহের ওজন পুরুষাঙ্গের ওপর পড়ে, যার ফলে অনেক সময় সঠিকভাবে চাপ প্রয়োগ হয় না। ফলে এদিক-ওদিক হয়ে দুর্ঘটনা ঘটতে দেখা যায়। অন্যদিকে সাধারণভাবে প্রচলিত যৌনতার আসনগুলো কিছুটা নিরাপদ। বিশেষ করে যে আসনে পুরুষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাই একে নিরাপদ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

যৌনতার সময় যেসব আঘাত পাওয়ার ঘটনা ঘটে, সেগুলো এ গবেষণায় তালিকাবদ্ধ করা হয়। গত ১৩ বছরের পরিসংখ্যান এতে বিবেচনা করা হয়। গবেষণায় দেখা যায়, সবচেয়ে বেশি আঘাতের ঘটনা ঘটে কাউগার্ল পজিশনে। এ অবস্থানে প্রায় অর্ধেক আঘাত পাওয়ার ঘটনা ঘটে। এরপরের অবস্থান রয়েছে বহুল প্রচলিত ‘ম্যান অন টপ’ অবস্থান। এ অবস্থায় যৌনতায় ২১ ভাগ আঘাত পাওয়ার ঘটনা ঘটে।

যৌনতায় আঘাত পাওয়াদের গড় বয়স ৩৪ বছর। প্রাথমিকভাবে এ সমস্যায় পতিত ব্যক্তিরা হাড় ভাঙার মতো শব্দ ও যন্ত্রণার কথা জানান। এরপর সাধারণত ছয় ঘণ্টা অপেক্ষা করেও যদি অবস্থার উন্নতি না হয় তখন তারা চিকিৎসকের দ্বারস্থ হন।

No comments:

Post a Comment