This is also a beauty contest. Just as there are five beauty contests.
Ready competitors in different types of outfits are ready competitors. The catwalk begins to be called one by one. The difference is only one. The whole of the competition has been held in jail.
This beautiful contest was organized in women's fairs in Rio de Janeiro, Brazil. There are at least 10 women prisoners in this competition. Their application, beauty and presentation are based on the hunch of justice. Mayaa Alves, who was found guilty of robbery, became the head of the crown.
But this is not the first time.
The beautiful competition was organized for women detainees before Rio de Janeiro fisheries, jail authorities said.
According to the jail authorities, this initiative is to bring self-confidence and positive attitude in itself.
এটাও একটা সৌন্দর্য প্রতিযোগিতা। ঠিক যেমন আর পাঁচটা সৌন্দর্য প্রতিযোগিতা হয়।
বিভিন্ন ধরনের আউটফিটে সেজেগুজে রেডি প্রতিযোগীরা। এক-এক করে নাম ডাকা হতেই ক্যাটওয়াক শুরু। পার্থক্য শুধু একটাই। এই প্রতিযোগিতার আয়োজনের পুরোটাই হয়েছে জেলের ভিতর।
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে নারীদের জেলে আয়োজন করা হয় এই সুন্দরী প্রতিযোগিতার। কমপক্ষে ১০ জন নারী বন্দি অংশ নেই এই প্রতিযোগিতায়। তাদের আবেদন, সৌন্দর্য ও উপস্থাপনার ভিত্তিতে হয় চুলচেরা বিচার। ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত মায়ানা আলভসের মাথায় ওঠে সেরার মুকুট।
তবে এটাই প্রথমবার নয়।
রিও ডি জেনেইরোর জেলে এর আগেই নারী বন্দিদের জন্য এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।
জেল কর্তৃপক্ষের ভাষ্যমতে, নিজেদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে ও ইতিবাচক মনোভাব আনতেই এই উদ্যোগ।
No comments:
Post a Comment