Wednesday, November 29, 2017

Ambani is excited about India-US relations ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত ইভাঙ্কা


The future of India-US relations was not so lovely any day. Commenting on the foot in Hyderabad, the Irkuta Trump Ebanka, the daughter of US President Donald Trump, and one of the key advisers to the World Industry Summit (GES-017), has come to India.

He has also visited India before. But this is her first visit to India as the US President's daughter or one of the main advisors. Ivankara joining the GES-2017 of the 350 US delegation. The US president's daughter had a separate meeting with the Indian Prime Minister earlier this year.

In the inaugural speech, he was impressed by seeing a historic city like Hyderabad being turned into a metropolitan city of information technology.

This is the first time a joint venture between India and America is organized by the World Industry Conference. The US delegation led by the US embassy in this conference, Modi gave this proposal to the US president. The White House welcomed Prime Minister Narendra Modi's invitation.

Washington said it would lead the US delegation to Ebankey GES-2017. The journey of Ebankar's long-awaited tour started today. President-daughter receives welcome reception at Hyderabad airport The ebb tweeted, "Thank you for this warm reception. I am excited about coming to Hyderabad in India for GES-2017. "


Prime Minister Narendra Modi was scheduled to meet Ebankara. The meeting was held on this day before joining GES-2017. Ebankara talked with Modi about India-US commercial sharing and strengthening bilateral ties.

Among the advisers of President Trump, Ivankee is the most influential. So the ewanka trump is a very powerful name in the White House. Ebank's view of India-US bilateral relations is so important to the US administration.

At this time 1500 delegates took part in the World Industry Summit Conference. At least half of them are women. The GES-2017 theme is 'Women First, Prosperity for All'. That is, 'women's priority, prosperity for everyone'. That is why at least half of the invited representatives of the conference are women.

Prime Minister Modi, Senior Advisor of the US President Ebhaga and Telangana Chief Minister K. Chandrasekhar Rao, together with GES-2017 inaugurated. In his speech, Ivankara said, "India's people inspire us." In praising India's rapid progress in the field of information technology, Ivanka said, "Indian artists who are in the field of information technology can also lose the fame of India's famous Biryani."

In his speech, India has praised India as well as the strong message of India-US alliance, the Ivanka Trump Indicatively, Ivanka said, "India is a real friend in the White House." Evan is indicating that his father or his American President Donald Trump is clear. "India will go very fast under the supervision of the Prime Minister", commented on the Irrigation Trump.


ভারত-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ এত সুদৃশ্য কোনও দিন ছিল না। হায়দরাবাদে পা রেখেই মন্তব্য ইভাঙ্কা ট্রাম্পের। বিশ্ব শিল্পোদ্যোগী সম্মেলনে (জিইএস-২০১৭) যোগ দিতে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে তথা অন্যতম প্রধান পরামর্শদাতা ইভাঙ্কা।

এর আগেও ভারত সফরে এসেছেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের মেয়ে বা অন্যতম প্রধান পরামর্শদাতা হিসেবে এটাই তাঁর প্রথম ভারত সফর। ৩৫০ জনের মার্কিন প্রতিনিধি দল নিয়ে জিইএস-২০১৭-তে যোগ দিচ্ছেন ইভাঙ্কা। সম্মেলন শুরু আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে।

উদ্বোধনী ভাষণে জানালেন, হায়দরাবাদের মতো একটা ঐতিহাসিক শহরকে তথ্যপ্রযুক্তির মহানগরীতে পরিণত হতে দেখে তিনি অভিভূত।

ভারত এবং আমেরিকার যৌথ উদ্যোগে এই প্রথম বার আয়োজিত হল বিশ্ব শিল্পোদ্যোগী সম্মেলন। এই সম্মেলনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিন ইভাঙ্কা, এই প্রস্তাব খোদ মোদীই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টকে। প্রধানমন্ত্রীর মোদীর নিমন্ত্রণ সাগ্রহে গ্রহণ করে হোয়াইট হাউজ।

ইভাঙ্কাই জিইএস-২০১৭-তে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ওয়াশিংটন জানিয়ে দেয়। ইভাঙ্কার বহুপ্রতীক্ষিত সেই সফর আজই শুরু হল। হায়দরাবাদ বিমানবন্দরে সাদর অভ্যর্থনা পেলেন প্রেসিডেন্ট-কন্যা। অভিভূত ইভাঙ্কার টুইট, ‘‘এই উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। জিইএস-২০১৭-র জন্য ভারতের হায়দরাবাদে এসে আমি উচ্ছ্বসিত।’’


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ইভাঙ্কার বৈঠক নির্ধারিতই ছিল। জিইএস-২০১৭-তে যোগ দেওয়ার আগে এ দিন সেই বৈঠক হয়। ভারত-মার্কিন বাণিজ্যিক আদান-প্রদান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েই মোদীর সঙ্গে ইভাঙ্কার আলোচনা হয় বলে খবর।

প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে ইভাঙ্কাই সবচেয়ে প্রভাবশালী। তাই হোয়াইট হাউজে ইভাঙ্কা ট্রাম্প একটি অত্যন্ত ক্ষমতাশালী নাম। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও ইভাঙ্কার মতামত তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন প্রশাসনের কাছে।

এ বারের বিশ্ব শিল্পোদ্যোগী সম্মেলনে ১৫০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। তাঁদের অন্তত অর্ধেকই মহিলা। জিইএস-২০১৭-র থিম হল ‘উইমেন ফার্স্ট, প্রসপারিটি ফর অল’। অর্থাৎ ‘মহিলাদের অগ্রাধিকার, সকলের জন্য সমৃদ্ধি’। সেই কারণেই সম্মেলনে আমন্ত্রিত প্রতিনিধিদের অন্তত অর্ধেকই এ বার মহিলা।

প্রধানমন্ত্রী মোদী, মার্কিন প্রেসিডেন্টের সিনিয়র অ্যাডভাইসর ইভাঙ্কা এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও একসঙ্গে উদ্বোধন করেন জিইএস-২০১৭-র। ইভাঙ্কা নিজের ভাষণে বলেন, ‘‘ভারতের মানুষ আমাদের অনুপ্রাণিত করে।’’ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির প্রশংসা করতে গিয়ে ইভাঙ্কা বলেন, ‘‘তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যে ভারতীয় শিল্পদ্যোগীরা রয়েছেন, তাঁরা ভারতের প্রসিদ্ধ বিরিয়ানির খ্যাতিকেও হারিয়ে দিতে পারেন।’’

নিজের ভাষণে ভারতের প্রশংসার পাশাপাশি মজবুত ভারত-মার্কিন মৈত্রীর বার্তাও দিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প। ইঙ্গিতপূর্ণ ভাবে ইভাঙ্কা বলেছেন, ‘‘হোয়াইট হাউজে ভারতের একজন সত্যিকারের বন্ধু রয়েছেন।’’ ইভাঙ্কার ইঙ্গিত যে তাঁর বাবা তথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই, তা স্পষ্ট। ‘‘প্রধানমন্ত্রী মোদীর তত্ত্বাবধানে ভারত অত্যন্ত দ্রুত এগোবে’’, মন্তব্য ইভাঙ্কা ট্রাম্পের।

No comments:

Post a Comment